





চিত্রনায়ক জায়েদ খান মসজিদ কমিটির সভাপতি হয়েছেন। পিরোজপুরের মাছিমপুরের আল হেরা






জামে মসজিদের সভাপতি নির্বাচিত হয়েছেন এই অভিনেতা। জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।






অভিনয় জগতের একজন সদস্যের এমন একটি দায়িত্বপ্রাপ্তি বেশ গর্বের বলেও মনে করেন জায়েদ খান।






তিনি বলেন, ‘এবার বাড়ি (পিরোজপুর) গিয়ে সারপ্রাইজড হয়েছি। আল হেরা জামে মসজিদ থেকে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমি গিয়ে বিস্মিত হই। আমাকে মসজিদ কমিটির সভাপতি করা হয়েছে জানিয়ে আমার হাতে উপহারস্বরূপ জায়নামাজ-টুপি তুলে দেওয়া হয়।’
আল হেরা জামে মসজিদে চিত্রনায়কের বাবা এম এ হক প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন। করেছেন নানা উন্নয়ন সাধন। এম এ হক সভাপতি ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত, তারপরেই ছেলে জায়েদ খানকে মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হলো।