





বিনোদন ডেস্ক : ‘সাইরাত’ ছবির হিন্দি রিমেক ‘ধড়ক’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন






প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। শশাঙ্ক খাইতানের পরিচালনায় নবাগত ঈশান খট্টরের






সঙ্গে জুটি বেঁধেছিলেন জাহ্নবী। বক্স অফিসে ঝড় তোলা ‘ধড়ক’ এর প্রযোজনা করেছেন খ্যাতিমান চিত্রনির্মাতা-প্রযোজক করণ জোহর।






সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খানের ‘সিম্বা’ ছবির প্রযোজকও করণ জোহর। যদি ‘সিম্বা’ সারার দ্বিতীয় ছবি। অভিষেক কাপুর পরিচালিত সারা আলির প্রথম ছবি ‘কেদারনাথ’ মুক্তি পাবে আগমী ৭ ডিসেম্বর আর রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ ২৮ ডিসেম্বর মুক্তি পাবে।
কিন্তু বলিপাড়ায় যখন নয়া এই দুই সুন্দরীকে নিয়ে তোলপাড় তখন করণ জোহর মনে করেন- জাহ্নবী ও সারার মধ্যে কোনও ধরনের তুলনা করা ‘অন্যায়।’
করণ জোহর বলেন, ‘২১ থেকে ২২ বছরের দুটি মেয়ের মধ্যে যদি আমরা তুলনা করা শুরু করি, এটা খুব অন্যায় হবে। দুজনই অসাধারণ, সুন্দর ও পরিশ্রমী। পুরস্কারটা কখনোই ম্যাটার করে না। তারা কী কাজ করল, মানুষের কাছ থেকে কতটা ভালোবাসা পেল, সেটাই হচ্ছে তাদের পুরস্কার।’
গতকাল সোমবার ‘সিম্বা’র ট্রেইলার মুক্তির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন করণ জোহর। অ্যাকশনধর্মী এ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন সারা আলি খান।