





দেশীয় শোবিজের এক সময়ের জনপ্রিয় মুখ রুমানা খান প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। বর্তমানে






যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে প্রবাসী এই তারকা নিজেই বিষয়টি জানিয়েছেন। ২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন।






জানা গেছে, চলতি বছরের নভেম্বরে রুমানার ঘর আলো করে জন্ম নেবে এক কন্যা সন্তান। রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন তিনি। এলিনের এটি দ্বিতীয় বিয়ে।
জাকির হোসেন রাজু পরিচালিত ”ভালোবাসলেই ঘর বাঁধা যায় না” চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। ক্যারিয়ারে ২৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।