





দেশীয় ছবির তুমুল জনপ্রিয় নায়িকা সাহারা। ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে






বিয়ে করেন তিনি। আর বিয়ের পরেই চলচ্চিত্রকে বিদায় জানান এই নায়িকা।






সাহারা ভক্তদের জন্য সুখবর হলো আবারও চলচ্চিত্রে ফিরছেন তিনি। এরই মধ্যে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন বহু হিট ছবির নায়িকা।






সাহারা বলেন, গত তিন বছর আমি সংসার জীবনেই সময় দিয়েছি। মেয়েদের জীবনের পরিপূর্ণতার জায়গা হচ্ছে স্বামী আর সংসার। তাই নিয়েই ব্যস্ত ছিলাম। এখন ভাবছি ভালো গল্প পেলে চলচ্চিত্রে অভিনয় করবো। সেভাবেই এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি শিগগিরই অভিনয়ে ফিরতে পারবো। আমার বিশ্বাস মনের মতো চরিত্র পেলে আবার নিজেকে সেই আগের মতোই চলচ্চিত্রে উপস্থাপন করতে পারবো।
২০১৫ সালের ৭ মে ব্যবসায়ী মাহবুবুর রাহমান মনিরকে বিয়ে করেন তিনি। সাহারার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত রুখে দাড়াও ছবির মাধ্যমে। একটা সময় ঢাকার চলচ্চিত্রে নিজেকে নাম্বার ওয়ান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। শাকিবের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এরপর শাকিব-সাহারা জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায়।