Home / মিডিয়া নিউজ / অভিনয়ের জন্য বিয়ে করতে বাধ্য হয়েছিলেন নায়করাজ রাজ্জাক

অভিনয়ের জন্য বিয়ে করতে বাধ্য হয়েছিলেন নায়করাজ রাজ্জাক

“আয়নাতে ঐ মুখ দেখবে যখন”

গানটি তখন কার সময় থেকে নতুন প্রজন্ম পর্যন্ত সকলের পছন্দের একটি গানের মধ্যে অন্যতম।

এই গানটি মধ্যে অভিনয় করেছিলেন সকলের প্রিয় একজন অভিনেতা শুধু অভিনেতা বললে ব্যাপার টা মানবে না কারণ তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা।

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাক। তার প্যাশন ছিল তার কাজের দক্ষতার মধ্যে। তার অভিনয়ের সৃজনশীলতার জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। শুধুই কি উপাধি, অভিনয়ের জন্যই বাঙালির হৃদয়ে দাগ কেটে রয়েছেন আজও।

কিন্তু তার এই রাজ্জাক থেকে নায়করাজ এর পথ মোটেও সহজ ছিল না। অনেক কিছুর পর তাকে এই পর্যায় এসে জায়গা করতে হয়েছে। বর্তমান সময়ের মত তখন কর সময়ে এত জীবন যাত্রার মান সহজ ছিল না। তার জীবনের এই গুরুত্বপূর্ণ একটি অংশের কিছু কথা অনুসন্ধান করা হয়েছে। কারণ জানা যায় অভিনয় কাজ টিকিয়ে রাখার জন্য তিনি এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন । শুরু টা হয় তার অভিনয় যাত্রার প্রথম দিক থেকেই। অভিনয়ের কাজ করার জন্য শর্ত দিয়া হয়েছিল নায়ক রাজকে।

সেই শর্তটি ঘটে তার উঠতি বয়সের সময়ে। আর এই অভিনয়ের অনুমতির জন্য পরিবার একটি শর্ত রেখেছিলেন রাজ্জাকের কাছে। শর্তটা হচ্ছে বিয়ে। তখন তার বয়স খুবই কম কেবল ১৯ বয়সের যুবক তিনি। আর সে জন্যই মাত্র ১৯ বছর বয়সে খায়রুন্নেছা লক্ষ্মীকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। ২০১৫ সালের একটি সাক্ষাৎকারে এই গল্প জানিয়েছিলেন রাজ্জাক। বলেছিলেন, “বিয়ে করেছি খুব অল্প বয়সে। কারণ, আমরা যে পাড়ায় থাকি, বান্ধবী অনেক। প্লাস নাটকের সোর্সে আরো মেয়েদের সঙ্গে আলাপ শুরু করাতে ফ্যামিলি ভয় পেয়ে গেল, কোনো অঘটন না ঘটিয়ে ফেলি!

একদিন বাড়ি ফিরে দেখি মিটিং হচ্ছে। কী মিটিং? ‘তুমি নাটক করতে পারবে না।’ নাটক আমি ছাড়ব না। ডিসিশন নিল, ‘নাটক যদি করো, তাহলে তোমাকে বিয়ে করতে হবে।’ আমি এই বয়সে বিয়ে করব না। বলল, ‘কোনো প্রবলেম নেই।’ বিয়ে করলে নাটক করতে পারব? ‘হ্যাঁ।’ ঠিক আছে, দাও বিয়ে। তবু নাটক ছাড়ব না।

এক বছরের মধ্যে বিয়ে করলাম। তখন আমার বয়স ১৯। আমার বউয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। তাকে আমি বলেছি, সেও জানত। যেহেতু আমার পাড়া থেকে বেশি দূরে না, মাইল তিনেক দূরে তাদের বাড়ি। যখন বিয়ে হয়নি, সে আমার নাটকও দেখেছে। তার সঙ্গে একটাই কথা ছিল—নাটক আমার প্রথম প্রেম। এর পরে কিন্তু তুমি। সেটা সে সারা জীবন মেইনটেইন করেছে। ফিল্মে আসার পরও করেছে।”

নায়ক রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তিনি বেঁচে থাকলে আজ ৭৯ বছর ছুঁতেন। জন্মস্থান তার কলকাতার মাটিতে। সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। এর পরের তার আকাশ পথের যাত্রা শুরু।কেননা এর পর আর ফিরে তাকাতে হয়নি তার।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *