





টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার পারিবারিক ভাবে নাম হলো রুখমিনি মল্লিক।






কোয়েল মল্লিক প্রথম সিনেমা পর্দায় ২০০৩ সালে নাটের গুরু চলচ্চিত্র মাধ্যমে অভিষেক হয়। কোয়েল






মল্লিকের সাথে নিসপাল সিংহ রানের দীর্ঘসময়ের বন্ধু সম্পর্ক গড়ে। কোয়েল ও নিসপালের দীর্ঘ পাঁচ






বছরের প্রেমের সম্পর্ক ছিল। নিসপাল সিংহ রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার এবং চলচ্চিত্র প্রযোজক পরিচালক। ২০১৩ সালে ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। বিয়ে হিন্দু ও পুঞ্জাবি দুই নিয়মেই পালিত হয়।






সম্প্রতি কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানের বিয়ের ৭ বছরের বর্ষপূর্তির দিন জীবনের সবথেকে কাঙ্ক্ষিত খবরটি জানিয়ে দিয়েছিলেন কোয়েল। পাঁচ দিন আগে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে মা হওয়ার সুখবর জানিয়েছিলেন কোয়েল মল্লিক। বিবাহ বার্ষিকীর দিনে স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি পোস্টকার্ড সাইজের ছবি দিয়ে সহকর্মী অভিনেতা ও অভিনেত্রীদের এবং ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মা হতে যাওয়ার আনন্দের খবর।
গত শনিবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে কোয়েল বলেন, ‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই আসতে চলেছে সে।’ মা হতে যাওয়ার সংবাদে কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরাও। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন তার পাশাপাশি অভিনেত্রীকে নিজের যত্ন নেয়ারও পরামর্শ দিয়েছেন।
মিমি চক্রবর্তী, নুসরত জাহান, শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সরকার, কৌশানি মুখোপাধ্যায়, জিৎ, ঋতাভরী চক্রবর্তী, ঐন্দ্রিলা থেকে শুরু করে অনেকেই উচ্ছ্বসিত কোয়েলের মা হওয়ার খবর শুনে। সোশ্যাল মিডিয়ায় ‘বেবি বাম্পে’র ছবি পোস্ট করেন। মাতৃত্বের খবর সামনে আনার পর এবার ‘বেবি বাম্পে’র ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী কোয়েল। মেরুন রঙের ঢিলেঢালা কাফতান এবং গয়নায় আজও তিনি সমান মোহময়ী।