





ছোট পর্দার প্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়া।ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে স্পর্শিয়ার প্রথম চলচ্চিত্র ‘বন্ধন’।






দেড় বছর আগে শুটিং শুরু হওয়া এই ছবির কাজ শেষ হয়েছে।ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন।






ছবিটি প্রসঙ্গে তিনি বলেন,পরিচালকের পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে জীবনের প্রথম






ছবিটি প্রথমে মুক্তি পাবে। তা না হলে পরের ছবিটি হয়তো আগে মুক্তি পেতে পারে।
তিনি আরো বলেন, আমার অভিনীত আরো দুটি ছবির কাজ প্রায় শেষ। দর্শকরা যেকোনো সময় এই ছবিগুলোর ট্রেলার দেখতে পাবেন।আগে থেকে জানান দেই না কারন আমি চাই সব কাজ শেষ করে প্রচারনা করতে।চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা থাকলেও দীর্ঘদিন তাকে টিভি নাটকে দেখা যায় নি। এর কারন জানতে চাইলে স্পর্শিয়া কিছুটা ক্ষোভের সাথেই বলেন,সিদ্ধান্ত নিয়েছি নাটকে আর কাজ করব না।
নাটকে ভালো স্ক্রিপ্ট পাই না, চ্যালেঞ্জিং কোনো চরিত্রও নাই। মনের মতো অভিনয়ের সুযোগ পাই না। আগের মতো বাজেটও নাই। মাঝে তিনটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি, আইফ্লিক্সের জন্য। আমি আসলে অভিনয়ের মানুষ হতে চেয়েছি। কিন্তু নাটকে তেমন কোনো চরিত্র পাচ্ছিলাম না। তাই নাটক থেকে দূরে আছি।