





চলতি সময়ের বেশ জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনা।একের পর এক অসাধারন কাজ






উপহার দিয়েছেন দর্শকদের।আগামী ২রা নভেম্বর বাংলাভিশনে প্রচারে আসছে ভাবনা অভিনীত






‘জায়গীর মাষ্টার’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি নির্মাণ করেছেন এস এ হক অলিক।






এই ধারাবাহিকে ভাবনাকে দেখা যাবে মালেকাবানু চরিত্রে।এটি কমেডি নির্ভর একটি ধারাবাহিক।






ধারাবাহিকটিতে অারও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অাছেন এটিএম শামসুজ্জাম ও দিলারা জামান।ভাবনা অভিনীত দ্বিতীয় ধারাবাহিক।
এর আগে নাগরিক টিভির ‘জোসনাময়ী’ শিরোনামের একটি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি।যেটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।
এই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় একজন ভালো শিল্পীর বলতে কি বোঝানো হয়?জবাবে তিনি বলেন,সবারই ভালো মানুষ হওয়া উচিত।
যখন কেউ ভালো মানুষ হবেন তখন তার সব কাজে সততা থাকবে। আমি মনে করি শিল্পীদের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। কারণ তাদের অনেকে অনুসরণ-অনুকরণ করেন।বরাবরই একজন দর্শক তার প্রিয় শিল্পীর প্রতি দূর্বল থাকেন। তিনি কি করেন, কিভাবে চলেন সেগুলোর প্রতি দর্শক খেয়াল রাখেন। এই সময়ে যারা পর্দায় অভিনয় করছেন তাদের প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন,দর্শক যাকে চাইবে প্রযোজক-পরিচালক তাকে নিয়েই কাজ করবেন। টিভি চ্যানেলগুলো তার প্রতি আগ্রহ দেখাবে। সত্যি বলতে শোবিজে যার মার্কেট নাই, তার ভ্যালু নাই। একবার কোনো শিল্পী গ্রহণযোগ্যতা হারালে কেউ তার দিকে এগিয়ে আসবে না।
বর্তমান সময়ে টিভি নাটক গুলোর ব্যপারে তিনি খোলাসা উত্তর দেন।তার মতে,আমার সহকর্মীদের সঙ্গে যখন দেখা হয়, কথা হয় সবাই বলে এখন কাজ কমে গেছে।
আমিও জানি কাজ এখন আগের চেয়ে কমে গেছে। একজন প্রফেশনাল শিল্পীকে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতে হয়। কারণ তাকে এই শহরে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য কাজ করতেই হবে। কিন্তু যারা শৌখিন শিল্পী তারা মাসে অল্প কয়েক দিন কাজ করতে পারেন। তবে তাদেরকে দিয়ে একটা ইন্ড্রাস্ট্রি চলতে পারে না। ইন্ড্রাস্ট্রি গতিময় থাকে প্রফেশনাল শিল্পীদের দিয়ে।দর্শকের কাছে যার চাহিদা আছে তিনি এক বছর-দু বছর পর পর অভিনয় করলেও সবাই তাকে নিয়ে কাজ করবেন এটাই স্বাভাবিক।