Home / মিডিয়া নিউজ / মৌসুমীর স্বপ্নপূরণ!!!

মৌসুমীর স্বপ্নপূরণ!!!

গেলো ৩রা নভেম্বর ছিল ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন।ওইদিন রাত আটটা ত্রিশ মিনিটে

রাজধানীর উত্তরায় ওমরসানী-মৌসুমীর রেঁস্তোরা ‘মেরি মন্টানা’য় একটি অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,

বিনোদন বিচিত্রার সম্পাদক প্রকাশক দেওয়ান মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজক শামসুল আলম, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ইয়েসনিউজবিডিডটকম’র প্রকাশক শাহেদুল ইসলাম শাহেদ ও চিত্রনায়ক ওমরসানী।

জন্মদিনে মৌসুমী তার ভক্ত দর্শকের জন্য একটি উপহার নিয়ে হাজির হয়েছিলেন।আর তা হলো,তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে যাত্রা শুরু করলেন। এর নাম ‘ইয়েসনিউজবিডিডটকম’।নিউজ পোর্টালটির উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন ওমরসানী। এর প্রকাশক শাহেদুল ইসলাম শাহ‌েদ।মৌসুমী উচ্ছ্বাসের সাথে বলেন,মৌসুমী বলেন,’অনেকদিনের স্বপ্ন ছিলো একটি পত্রিকা বা ম্যাগাজিন বা একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে কাজ করার।অবশেষে সেই স্বপ্ন পূরন হতে যাচ্ছে।এর আগে আমি একটি ম্যাগাজিনের একটি সংখ্যার সম্পাদক হিসেবে কাজ করেছিলাম। আজ থেকে একজন নিয়মিত সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হলো। বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে বহু আগে থেকেই আমার এই স্বপ্ন ছিলো। আমার বাবা বেঁচে থাকলে আজ দারুণ খুশি হতেন।

তাকে এই মুহুর্তে আমি ভীষণ মিস করছি। আমি কৃতজ্ঞ আমার স্বামী ওমরসানীর কাছে। কারণ তার অনুপ্রেরণা, তার সহযোগিতাই আমাকে আজকের এই নতুন পরিচয়ে সবার সামনে উপস্থাপন করতে সাহস যুগিয়েছে। কৃতজ্ঞ শাহেদ ভাইয়ের কাছে পাশে থাকার জন্য। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামীর পথ চলতে চাই।’আপাতত পুরোপুরি বিনোদন ও ফ্যাশন নির্ভর হলেও আগামীতে এর ব্যাপ্তি বাড়বে বলে জানান তিনি।এবং খুব শিগগিরই তাদের ‘ইয়েসম্যাক্স’ নামে ইউটিউব চ্যানেলটিও চালু হবে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন ওমরসানী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন শাহেদুল ইসলাম শাহেদ।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *