





‘কে হবে মাসুদ রানা’ শিরোনামের রিয়েলিটি শো’র বিচারক হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।এরইমধ্যে এ






রিয়েলিটি শোর প্রমো শুট হয়েছে।এবার এই প্রথম দেশে এ বিষয়ক রিয়েলিটি শো হতে যাচ্ছে।






একজন হিরোকে রিয়েলিটি শো’র মাধ্যমে বেছে নেয়া হবে যে মাসুদ রানা চরিত্রের পাশাপাশি নায়ক হিসেবে অনেকদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাবে।






এ প্রসঙ্গে পুূর্নিমা বলেন, ‘মাসুদ রানা’ চরিত্রটি ভিন্ন ধরনের।রিয়েলিটি শোর মাধ্যমে এই ধরনের একটি চরিত্রের জন্য অভিনেতা খুঁজে বের করতে হবে আমাদের।আমি যেহেতু এই সিরিজের বিচারক হতে যাচ্ছি,আবারো ‘মাসুদ রানা’ সিরিজের গল্প পড়ছি আমি। আগেও এই সিরিজের কিছু বই আমার পড়া হয়েছে। তবে বিচারক হিসেবে প্রতিযোগীদের নির্বাচনে যাওয়ার আগে আবারো এই সিরিজের জনপ্রিয় গল্পগুলো পড়ছি।
কেন নতুন মুখের সন্ধান?তবে কি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নতুন মুখ অনেক প্রয়োজন?উত্তরে পূর্নিমা বলেন,নতুন মুখ অবশ্যই প্রয়োজন।আরো অনেক নতুন শিল্পী আসা উচিত।
দর্শকরাও বৈচিত্রতা পছন্দ করে। বিচারকের কাজ ছাড়াও অনেক ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ছবিটির শুটিং শুরু করবেন তিনি। কৃতাঞ্জলি ফিল্মস থেকে ছবিটি নির্মাণ হবে।এছাড়াও নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ শিরোনামের আরেকটি ছবি নির্মিত হবে।সেখানেও অভিনয় করছেন তিনি।ছবি দুটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন,আগামী বুধবার ‘গাঙচিল’ ছবির মহরত হবে ঢাকা ক্লাবে। দুটি ছবিই দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।