Home / মিডিয়া নিউজ / গরুর হাটে লেডি গাগা!!!

গরুর হাটে লেডি গাগা!!!

শিরোনাম পড়ে অনেকেই বিস্মিত হতে পারেন। আমেরিকান সংগীতশিল্পী বাংলাদেশের কোরবানির হাটে কেন!

আসলে ঘটনাটি তেমন নয়।কোরবানির হাটে এক গরুর এমনই এক অদ্ভুত নাম দিয়ে সবার নজর কেড়েছেন গরুটির মালিক।সম্প্রতি বিক্রয় ডট কম এ গরুটির এই ছবি সকলের মনে কৌতুহল সৃষ্টি করে।সাদা ও খয়েরি ছোপ ছোপ বর্ণের এ গরুটির দাম হাকানো হয়েছে ২ লক্ষ টাকা। অনেকে বেশ আগ্রহের সাথেই জিজ্ঞেস করে চলেছেন এই লেডি গাগার ইতিবৃত্ত। কেউ কেউ অপেক্ষায় আছেন এই জানতে যে শেষমেষ কার ঘরে যেতে চলেছেন ২লক্ষ টাকার এই লেডি গাগা। অনেকের জানা না থাকলে জেনে রাখুন পপ তারকা লেডি গাগার এনিম্যাল কিংবা প্রানির চামড়ার দ্বারা ত তৈরি পোশাকের প্রতি রয়েছে বেশেষ দূর্বলতা।প্রায়ই বিভিন্ন এওয়ার্ড প্রোগ্রাম গুলতে তাকে চামড়ার পোশাকে দেখা যায়। এর আগে ২০১০ এমটিভির একটি অনুষ্ঠানে তাকে রেড মিট বা লাল চামড়ার পোশাকে দেখা যায়। শেই পোশাক টিও ছোপ ছোপ ডিজাইন এর এবং গরুর চামড়া কিংবা রেড মিট এর ছিলো। এই সকল সূত্র ধরেই এই গরুটির নাম লেডি গাগা কিনা তা এখনো অগোচরেই। তবে এই পোশাটু পরে বেশ সমালোচনায় আসতে হয়েছিল এই পপ সিংগার কে। ভেজিটেরিয়ান দের প্রতি অশ্রদ্ধা এবং এনিম্যাল রাইটস বিরোধি ও বলেছেন কেউ কেউ এই সনামধন্য তারকাকে। তবে তার নামে আলোচনায় এসে রাতারাতি তারকা বলে গেছে এই গরুটি।এবং তা বেশ সুনামের সাথেই। কুরবানির হাটে বেশ সরগরম অবস্থায় থাকা এই লেডি গাগা কে কেনার আগ্রহ অনেকেই প্রকাশ করছেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *