





এক সময়ের দাপুটে অভিনেত্রী অপি করিম। সেই নব্বই দশক থেকে এখনো আপন আলোয় উদ্ভাসিত।






কর্মপরিধি বৃদ্ধির পরেও সবখানেই রেখেছেন অতুলণীয় কৃতিত্বের স্বাক্ষর। অভিনয়ের চেয়ে শিক্ষকতা






নিয়েই বেশি ব্যস্ততা তার। এ কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি।






সম্প্রতি কানাডায় মঞ্চস্থ হয় ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটক। নাট্যকার মাসুম রেজা রচিত এ নাটকে অভিনয় করেন অপি করিম।
এবার নতুন একটি নাটক নিয়ে আবারো মঞ্চে ফিরছেন এই অভিনেত্রী। ষোড়শ শতাব্দীতে উইলিয়াম শেক্সপিয়রের লেখা ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের ছায়া অবলম্বনে এ নাটক রচনা ও নির্দেশনায় রয়েছেন পান্থ শাহরিয়ার।
নাম ঠিক না হওয়া এ নাটকের মহড়া শুরু হয়েছে। নিয়মিত মহড়ায় অংশও নিচ্ছেন অপি করিম। নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন এ প্রযোজনা আগামী ২৯ নভেম্বর মঞ্চে উঠবে বলে জানা গেছে।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত এ অভিনেত্রী নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত রয়েছেন। সবশেষ গেল জুলাইয়ে মঞ্চে অভিনয় করেছেন অপি করিম। থিয়েটার সংগঠন নাট্যমের ‘ডিয়ার লায়ার’ নামের এ নাটকে মঞ্চ সারথি আতাউর রহমানের সঙ্গে অপি করিমের প্রাণবন্ত রসায়ন দেখা গেছে।