





সিনেমা এবং টিভি প্রোগ্রাম কোথাও যেন আজকাল নেই একসময়ের ঢাকাই ছবির সাড়া জাগানো






নায়ক রুবেল। তবে ক্যামেরার পেছনে নিয়মিত রয়েছেন তিনি। ভক্ত দর্শকদের চাহিদার জন্যই






চলতি মাসে নতুন ছবি নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন এ নায়ক। ছবির নাম ‘পৃথিবীর নিয়তি’। এটি পরিচালনা করেছেন শেখ শামিম।






এ প্রসঙ্গে রুবেল বলেন, বর্তমানে নির্মাণ নিয়েই বেশি ব্যস্ত। তাই সিনেমায় বেশি অভিনয় হচ্ছে না। দর্শকরাও চাচ্ছেন আমি আবার নিয়মিত অভিনয়ে হই। কিন্তু সব কিছু মিলিয়ে সেটি হয়তো আর হচ্ছে না। তবে নির্মাণ আর ব্যবসার পাশাপাশি যতটা সম্ভব অভিনয় করব।
ছবিটিতে রুবেল ছাড়া আরও অভিনয় করছেন রাশেদ মোর্শেদ, সানজানা, রাবিনা বৃষ্টি, রেহানা জলি, সিরাজ হায়দার প্রমুখ।