Home / মিডিয়া নিউজ / থানায় বেলাল খানের সাধারণ ডায়েরি

থানায় বেলাল খানের সাধারণ ডায়েরি

ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৯২০- ‘হৃদয়জুড়ে’ ছবির ‘বিশ্বাস যদি যায় রে’ গানের জন্য সংগীত

পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন বেলাল খান। তথ্যমন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে মেনে নেননি সংগীত

পরিচালক এম এ রহমান। ওই গানের সংগীত পরিচালক হিসেবে নিজেকে দাবি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের

সচিব বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন।এর আগে বেলাল খানও এম রহমানের দাবির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য প্রদান করেছিলেন।

আইনি নোটিশের ঘটনায় এবার থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করলেন। রবিবার রাজধানীর হাতিরঝিল থানায় লিপিবদ্ধ করা সাধারণ ডায়েরিতে বেলাল খান উল্লেখ করেছেন, এম এ রহমানের আচরণ অসম্মানজনক ও হুমকিস্বরূপ। বেলাল খান সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করেছেন, মোহাম্মদ আশিকুর রহমান (এম এ রহমান) আমার নির্দেশনায় শুধু একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন।

যেভাবে অন্য মিউজিশিয়ানরা করেন। অথচ তিনি নিজেকে উক্ত গানের সংগীত পরিচালক দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন, সেখানে সাংবাদিকসহ সুধীজনদের ট্যাগ করেন। উক্ত গানের প্রকৃত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক হিসেবে সেটা আমার জন্য সত্যিই অসম্মানজনক ও দুঃখের। ’

চলচ্চিত্রটির পরিচালক রফিক সিকদারের বক্তব্য উল্লেখ করে ওই সাধারণ ডায়েরিতে বেলাল খান আরো লিখেছেন, ‘হৃদয়জুড়ে’ ছবির পরিচালক রফিক সিকদার ফেসবুকেও জানিয়েছেন, তিনি এম এ রহমান নামের কাউকে ‘বিশ্বাস যদি যায় রে’ গানের কাজ দেননি এবং তাকে চেনেন না। এম এ রহমানের এমন দাবি বেলাল খানের ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ বলেও উল্লেখ করেন এ গায়ক।

এর আগে তথ্যমন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো আইনি নোটিশে ঘোষিত পুরস্কারের তালিকা থেকে বেলাল খানের নাম কর্তন করে নিজের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন এম এ রহমান।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *