Home / মিডিয়া নিউজ / অপু-বাপ্পির সিনেমার প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

অপু-বাপ্পির সিনেমার প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস

ও বাপ্পি চৌধুরী জুটির সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এর একদিন পরেই ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র

ইউইয়র্কের বোম্বে থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি

নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমাদের প্রতিটি চলচ্চিত্র আন্তর্জাতিক ভাবেও রিলিজ করে থাকি। যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রদর্শিত হবে।

রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু ও বাপ্পি ছাড়াও আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। এর সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *