Home / মিডিয়া নিউজ / স্বামী-সন্তান ছাড়া একা একা কোথায় ঘুরছেন মিথিলা?

স্বামী-সন্তান ছাড়া একা একা কোথায় ঘুরছেন মিথিলা?

শেরদিল’-এর শুটিংয়ে ব্যস্ত ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এরই মাঝে সোলোট্রিপে

বেরিয়ে পড়েছেন তার স্ত্রী তথা বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। বেশ কয়েকদিন ধরেই বিদেশে রয়েছেন এই নায়িকা। এবার তিনি হাজির তুরস্কে।

আসলে দীর্ঘদিন বিদেশের মাটিতে কাজে ব্যস্ত মিথিলা। সেই কাজের মাঝেই নিজের জন্য কিছুটা সময় বের করেছেন নায়িকা। এই ট্রিপে তার সঙ্গে মেয়ে আইরাও নেই।

মিথিলা জানিয়েছেন, কয়েকদিন ধরে পশ্চিম আফ্রিকার সিয়ের লিওনিতে Bangladesh Rural Advancement Committee-এর হয়ে কাজ করছিলেন তিনি। সিয়ের লিওনি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে শিশু বিকাশ নিয়ে কাজ করছেন তিনি।

সিয়ের লিওনি থেকে ফেরার সময়ই ইস্তানবুলে নিজের জন্য কিছু সময় বের করেন মিথিলা। এই সোলেট্রিপে তিনি ঘুরে দেখেন ইস্তানবুল শহর, শহরের জনপ্রিয় মসজিদ, Hagia Sophia and blue mosque।

প্রত্যেকটা শহরের আলাদা একটা ফ্লেভার থাকে। সেই ফ্লেভার পুরোদস্তুর উপভোগ করলেন মিথিলা। ঘুরে বেড়ালেন মার্কেটেও। তবে শুধু ঘোরাঘুরিই নয়, ইন্তানবুলে চেখে দেখলেন সেখানকার ক্যুজিন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *