





অভিনেতা-প্রযোজক জিতেন্দ্র। তার কন্যা প্রযোজক-পরিচালক একতা কাপুর। তিনি যখন ছোট ছিলেন






তখন তার বাবা কোনো নায়িকার সঙ্গে কথা বললে তার খুব হিংসা হতো বলে জানিয়েছেন একতা।






দীপাবলি উপলক্ষে ‘দ্য কপিল শর্মা শো’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির






হয়েছিলেন বাবা-মেয়ে। সেখানে এসব কথা বলেন একতা।
ছোটবেলায় বাবার প্রতি মেয়ের অধিকার বোধ একটু বেশি-ই থাকে, একতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। একতা বলেন—‘আমি বাবাকে আর কারো সঙ্গে কাজ করতে দিতাম না। বাবার সঙ্গে কেউ (নায়িকা) কথা বললে আমার একটুও ভালো লাগত না।’ ছোট্ট একতার অধিকার এতটাই ছিল যে, তিনি নাকি নায়িকাদের উপর চড়াও হতে পারতেন—এমন আশঙ্কায় জিতেন্দ্রর সেটে যেতে দেওয়া হতো না বলেও জানান তিনি।
পাঁচ দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন জিতেন্দ্র। ১৯৬৭ সালে তার অভিনীত প্রথম ‘ফর্জ’ সিনেমার মাধ্যমে সাফল্যের স্বাদ পান তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর ‘নাগিন’ (১৯৭৬), ‘ধরম বীর’ (১৯৭৭), ‘হিম্মতওয়ালা’ (১৯৮৩) এরম মতো জনপ্রিয় সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। এসব সিনেমায় তার বিপরীতে কখনো হেমা মালিনী, কখনো জয়া প্রদা, কখনো শ্রীদেবী অভিনয় করেন।