Home / মিডিয়া নিউজ / এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নেবেন ফারিয়া!

এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নেবেন ফারিয়া!

শোবিজের পরিচিত মুখ শবনম ফারিয়া। বিচ্ছেদ ইস্যুতে সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন। আলোচনার

পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এ অভিনেত্রীকে। বিচ্ছেদের খবর নিজেই ফেসবুকে

স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি। তারপর সাময়িক বিরতিতে ছিলেন ফারিয়া।

বিরতি কাটিয়ে ফিরেছেন ক্যামেরার সামনে। কাজ করছেন নিজের মতো করে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় নাম লিখিয়েছেন ফারিয়া। ‘আমার আইন আমার আদালত’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। নারীদের আইনি পরামর্শ দেওয়ার অনুষ্ঠান এটি।

দেশীয় একটি গণমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ফারিয়া। সাবেক স্বামী প্রসঙ্গে কথা বলেছেন খোলামেলা। অপুর সঙ্গে যোগাযোগ হয়? এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, অপু এবং ফারিয়া একই মাধ্যমে কাজ করেন। এছাড়া তাদের বাসাও একই এলাকায়, একই গলিতে। কারণে-অকারণে তাদের দেখা হবেই। দেখা হলে কথা বলবেন অপুর সঙ্গে, কিন্তু এখনো দেখা হয়নি।শোনা যাচ্ছে, নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অপু। সাক্ষাৎকারে এ বিষয়ে ফারিয়া বলেন, ‘তাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। এটি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার।’

নতুন করে নিজের কথা ভাবছেন? এমন প্রশ্নে ফারিয়ার উত্তর, ‘এত তাড়াতাড়ি না, আরও পরে ভাবব। পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। সেই ভুল এবার আর করব না। বিয়ে তো আর বারবার করা যাবে না। তাই এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।’

২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন ফারিয়া-অপু। ২০১৯ সালের জানুয়ারিতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। এক বছর নয় মাস সংসার করে গত ২৭ নভেম্বর বিচ্ছেদপত্রে সই করেন শবনম ফারিয়া ও তার স্বামী হারুন অর রশীদ অপু। ২০২০ সালের ২৮ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা জানান দিয়েছিলেন এ অভিনেত্রী।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *