Home / মিডিয়া নিউজ / সুসময় ফিরছে তাসনিয়া ফারিনের

সুসময় ফিরছে তাসনিয়া ফারিনের

গত দুই বছর অভিনয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে এই প্রজন্মের

অভিনেত্রীদের মধ্যে শীর্ষ স্থানে চলে এসেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন।অভিনয় শিল্পীদের

ক্ষেত্রে এই অল্প সময়ে শীর্ষস্থানে চলে আসাটা খুব কঠিন ও চ্যালেঞ্জিং।

কিন্তু তাসনিয়া ফারিনের ক্ষেত্রে তা হয়েছে একেবারেই ব্যতিক্রম। শুরু থেকেই তিনি যে নাটকগুলোতে

কাজ করার সুযোগ পেয়েছেন, তিনি তার মেধা ও সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে মনপ্রাণ উজাড় করে চরিত্রের গভীরে ডুবে গিয়ে অভিনয় করেছেন। আর তাই অল্প সময়েই তিনি বাংলাদেশের কোটি দর্শকের প্রিয় অভিনেত্রীতে পরিণত হয়েছেন।

সুসময় ফিরছে তাসনিয়া ফারিনের

খুব সাধারণ একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে দাঁড়ায়। এ মুহূর্তে একজন তারকার ফেসবুক পেজে ফলোয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাতেগোনা কয়েকটি বছরে ফেসবুক পেজে তাসনিয়া ফারিনকে ফলো করছেন প্রায় ৬৯ লাখ ফলোয়ার। তার পেজে যে কোনো বিষয়ে পোস্ট তার ভক্ত-দর্শক এবং ফলোয়ার বেশ আগ্রহ নিয়ে দেখেন এবং তাদের অভিমত প্রকাশ করেন। ফারিনের কাছে প্রত্যেকের অভিমত বেশ গুরুত্ব রাখে।

সুসময় ফিরছে তাসনিয়া ফারিনের

নাটকে অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন নির্মাতার কাছ থেকে সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছেন ফারিন। কিন্তু কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে কাজ করার প্রস্তাব যখন পেলেন, গল্প শুনেই যেন এতে কাজ করার আগ্রহ জন্মায় তার। এরই মধ্যে ৩০টিরও অধিক লোকেশনে ‘আরো এক পৃথিবী’ সিনেমার শুটিং শেষ হয়েছে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *