Home / মিডিয়া নিউজ / প্রেমের টানে আমেরিকান যুবক বাংলাদেশে

প্রেমের টানে আমেরিকান যুবক বাংলাদেশে

প্রেমের কাছে সব কিছুই তুচ্ছ। প্রেম মানে না কোনো বাধা, ভৌগোলিক সীমারেখা, ধর্ম, বর্ণ। তাইতো

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে উড়ে বাংলাদেশে এসে বিয়ে করেছেন মিশৌরী স্টেটের ক্যানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান।

প্রেমিকা গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন

মাস্টারের নাতনী ও মৃত সিকন্দার আলীর মেয়ে সাইদা ইসলাম (২৬)।

কনের নানা মোশারফ হোসেন মাস্টার বলেন, ‘ঢাকার দনিয়া এলাকার বাসিন্দা সিকন্দার আলী ২০১৯ সালে মারা যান। বাবার মৃত্যুর পর মা ও তার ছোট বোনকে নিয়ে সাইদা গাজীপুরে চলে আসে। বর্তমানে এখানেই বসবাস করছে তারা। ২০২০ সালে মানবিকে স্নাতক করেছে সাইদা।’

সাইদা ইসলাম বলেন, ‘২০২১ সালে ফেসবুকে প্রথম পরিচয় হয় রাইয়ান কফম্যানের সঙ্গে। পরে নিজেদের ফোন নাম্বার ও এড্রেস বিনিময় করি। এরপর থেকে আমাদের নিয়মিত যোগাযোগ হতো। কথা বলতে বলতে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। প্রায় এক বছর প্রেম করার পর সিদ্ধান্ত নেই বিয়ে করব।’

তিনি আরো বলেন, ‘রাইয়ান বিয়ে করার জন্য খৃষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে তার ও আমার পরিবারের সম্মতিতে এ বছরের ২৯

মে যুক্তরাষ্ট্র থেকে উড়ে বাংলাদেশে আসেন। সেদিনই আমাদের প্রথম দেখা হয়। এয়ারপোর্ট থেকে রাইয়ান আমার সঙ্গে গাজীপুরে নানা বাড়িতে আসে। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়।’

রাইয়ান বলেন, ‘আনুষঙ্গিক কাগজপত্র ও ভিসা প্রসেসিং হতে কয়েক মাস সময় লাগতে পারে। এসব সম্পন্ন হলেই সাইদাকে আমেরিকা নিয়ে যাব। সাইদার স্বজন ও বাংলাদেশীরা খুবই অতিথি পরায়ণ। আমেরিকায় অচেনাদের সঙ্গে কেউ খুব একটা কথা বলে না। কিন্তু বাংলাদেশে আসার পর দেখছি আমার প্রতি সবাই খুবই আন্তরিক।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *