Home / মিডিয়া নিউজ / চেষ্টা করব আর কখনো এফডিসিতে পা না রাখতে: রুবেল

চেষ্টা করব আর কখনো এফডিসিতে পা না রাখতে: রুবেল

করোনাকালীন সময়ে মৃতপ্রায় এফডিসিকে জাগিয়ে তুলল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শুধু

জাগিয়েই তুলেনি, রীতিমতে চাঙা করে তুলেছে। পত্রিকার প্রথম পাতার খবরে থাকে এফডিসির পরিস্থিতি নিয়ে সংবাদ।

আর এ সবই হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। যদিও প্রকাশিত সব খবরের বেশিরভাগই নেতিবাচক। যেখানে অভিনয়শিল্পীদের মাঝে বিভেদ, হিংসা, অপপ্রচার চালানোর চিত্র ফুটে উঠেছে।

এসব বিষয় স্বীকার করে প্রচণ্ড রকমের হতাশ হয়েছেন এক সময়ের অন্যতম অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল।

অভিমানে এ তারকা জানিয়েছেন, এফডিসিতে আর কখনো পা না রাখতে চেষ্টা করবেন।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের হয়ে সহসভাপতি পদের প্রার্থী হন চিত্রনায়ক রুবেল। ডিপজলের সঙ্গে জয়ী হয়েছেন তিনিও।

তবে নির্বাচনের আগে ও ফলাফল ঘিরে কাদা ছোড়াছুড়ি, অভিযোগ, মামলার ঘটনায় বিরক্ত ও বিব্রত তিনি। বিষয়টিকে চরম নোংরামি বলে মন্তব্য করেছেন এ চিত্রনায়ক।

রুবেল বলেন, ‘অনেকবার নির্বাচন করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। সেসব নির্বাচনে যা দেখেছি, সেই তুলনায় এবারের নির্বাচনের মতো এমন নোংরামি কোনো দিনও দেখিনি।

আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়ন দেখতে চাই। সেটা করতে সংগঠন এগিয়ে যাক। যে কোনো অবস্থান থেকে আমি সবার স্বার্থে সব সময় আছি।

কিন্তু এখন যে হারে কাদা ছোড়াছুড়ি হচ্ছে এসব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সারা দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে। আমি হাসাহাসির পাত্র হতে চাই না। এসব অবস্থায় আমি চেষ্টা করব এফডিসিতে আর পা না দিতে।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *