





টাকার বিনিময়ে সেলফি তোলেন- রঙিন দুনিয়ার তারকাদের নিয়ে দর্শকের আগ্রহের কমতি থাকে না।






তবে সে তারকা যদি হয় পছন্দের তারকা তবে তার সঙ্গে কথা বলা কিংবা এখনকার প্রেক্ষাপটে যে






কেউ সেলফি তুলতে চাইবেন। তবে সেলফি তুলতে চাওয়াতে যদি সেই পছন্দের






তারকার সহকারী টাকা দাবি করেন, তখন বিব্রত না হয়ে উপায় থাকে না।






গত বৃহস্পতিবার এমনি এক ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা আফজাল শরীফের সহকারী। মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানের পাশে চায়ের দোকানে এক ভক্তের কাছে এমন উদ্ভট দাবি করে বসেন সহকারী পরিচয় দেওয়া এক ব্যক্তি।
বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আফজাল শরীফের একজন ভক্ত বলেন, আমি ছোট বেলা থেকে আফজাল শরীফের অনেক বড় ভক্ত। সন্ধ্যায় আমি বাসা থেকে আপুর সঙ্গে একটা কাজে বাহিরে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমি একটা চায়ের দোকানে তাকে দেখতে পাই।
দেখার সঙ্গে সঙ্গে আমার খুশির অনুভূতি বলে বোঝাতে পারব না। আপুকে বলি দাঁড়াও আমি উনার সঙ্গে সেলফি তুলব। আমি খুশিতে কিছু বলতে না পারায় আপু সেলফি তোলার কথা বলে। বলার সঙ্গে সঙ্গে চটে গিয়ে উনি বলেন, না আমি সেলফি তুলতে পারব না, এসব আমি তুলি না।
একপর্যায় উনার পাশে বসে থাকা এক ব্যক্তি তার সহকারী পরিচয় দিয়ে বলে স্যারকে ১০০ টাকার নাস্তা খাওয়ান তাহলে উনি সেলফি তুলবেন ! সহকারী পরিচয় দেওয়া ব্যক্তির বিষয়ে তিনি বলেন, হঠাৎ করে আফজাল শরীফের পাশ থেকে উঠে এসে বললেন স্যারকে নাস্তা খাওয়ান তাহলে আপনাদের সঙ্গে সেলফি তুলবেন।
বেশি না, সামান্য ১০০ টাকার নাস্তা খাওয়ালে হবে! তখন আমি তাকে বলি সে কথা উনি নিজে বলুক। এরপর সহকারী পরিচয় দেওয়া ব্যক্তির সাথে কথা না বলে আফজাল শরীফকে বলে আসি আমি আপনার ছবি আর দেখবো না। এ প্রসঙ্গে আফজাল শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরণের কোন বিষয় না।
অনেকে এসব বিষয় নিয়ে দুষ্টমি করে। কারণ এক জায়গায় প্রতিনিয়ত আড্ডা দিলে পরিচয় হয় অনেকের সঙ্গে, সেই সূত্রে হয়তো কেউ দুষ্টামি করে বলেছে। আর আমি অসুস্থ থাকায় ছবি তুলতে রাজি হইনি। ঢাকাই ছবির শক্তিমান কমেডি অভিনেতা আফজাল শরীফের ছোট পর্দায় আত্মপ্রকাশ ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ‘বহুব্রীহি’তে অভিনয়ের মাধ্যমে।
পরে ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সুত্র-পূর্ব পশ্চিম বি ডি ডট নিউজ।
সুস্থ আছেন বাপ্পী, দোয়া চাইলেন সবার কাছে…
গাজীপুরের জাতীয় উদ্যানের গহীন অরণ্যে ‘ডেঞ্জার জোন’ ছবির একটি ঝুঁ কি পূ র্ণ শট দিতে গিয়ে গত বুধবার আ হ ত হন বাপ্পী চৌধুরী। আপাতত ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন বাপ্পী। দোয়া চেয়েছেন সবার কাছে। সুস্থ হলে আবারো কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
বাপ্পী বলেন, ছবির দৃশ্যটা অনেক ঝুকিপূর্ণ ছিল। তারপরও কাজটি বাস্তব সম্মত করার জন্য আমি ডামি ব্যবহার না করেই শট দিচ্ছিলাম। শট দিতে গিয়ে টার্ন করে ঘাড়ে লেগে যায় একপর্যায় অজ্ঞান হয়ে যাই। মাংস পেশিতে ব্যাথা পেয়েছি, তাছাড়া ঘাড়ে ও কোমরে প্রচণ্ড ব্যথা।
তবে এর চেয়ে খারাপ কিছু হতে পারত। এখন মোটামুটি সুস্থ আছি। তবে ডাক্তার কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন। বাধ্য হয়ে এখন তাই করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। বেলাল সানি পরিচালিত এই ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন জলি।
এ ছবিতে আরো অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথী, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।