





সানিয়া সুলতানা লিজা। অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই






খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। সবার মনে একটাই প্রশ্ন লিজা বিবাহিত? মিডিয়ায়






এমনটাই ছিলো ‘টপ সিক্রেট’! সবাই এমন তথ্য জেনে আসলেও গত বছর জানা যায় বিয়ে নয়,






২০১২ সালের ২ মা’র্চ বাগদান হয়েছিল তার। তবে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি! ২০১৫ সালে সেই বাগদান ভেঙে যায়।
গতবছর গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়। এরপর বহুবার তিনি কবে বিয়ে করছেন সেই প্রশ্নের সম্মুখিন হয়েছেন। কৌশলে এড়িয়ে গেছেন উত্তর।
তবে সম্প্রতি ফেসবুকের একটি লাইভে অ’তিথি হিসেবে হাজির হয়ে লিজা মুখ খুলেছেন তার প্রে’ম-বিয়ে নিয়ে। সেখানে তিনি জানান, একজনের সঙ্গে স’ম্পর্ক রয়েছে তার। তবে তার নাম-পরিচয় এখনই বলতে চান না। তাকেই বিয়ে করবে অন্তত দুই-তিন বছর পর- এমনটাই পরিকল্পনা এই কণ্ঠশিল্পীর।
লাইভে লিজা বলেন, ‘ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে স’ম্পর্ক করে। আমা’রও স’ম্পর্ক আছে একজনের। এটুকু স্বীকার করতে আ’পত্তি নেই। আর বিয়েও হবে ইনশাআল্লাহ। তবে এখনই না। আরো দুই-তিন বছর অন্তত অ’পেক্ষা করতে চাই।’
লাইভে লিজা আরও অনেক জানা-অজানা কথা বলেছেন। সেখানে তিনি তার ক্যারিয়ারের পেছনে পরিবারের অবদানের কথা জানিয়ে বলেন, ‘পরিবারের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি তো বলবো আমা’র এ পর্যন্ত আসার পেছনে ৯৯ ভাগই পরিবারের অবদান। কারণ বাবা-মাসহ পরিবারের সবাই এত সহযোগিতা ও উৎসাহ দেন সেটা বলে বোঝানো যাবে না।’