Home / মিডিয়া নিউজ / কলকাতার নায়কের সঙ্গে শ্রীমঙ্গলে সাফা কবির, ভাই’রাল বিয়ের ছবি

কলকাতার নায়কের সঙ্গে শ্রীমঙ্গলে সাফা কবির, ভাই’রাল বিয়ের ছবি

সাফা কবির

লকাতার জনপ্রিয় অ’ভিনেতা তিনি। বাংলাদেশেও তার জনপ্রিয়তা বেশ। নাম ঋষি কৌশিক। নামে হয়তো তাকে

চিনবেন খুব কম দর্শকই। কিন্তু যখন বলা হবে স্টার জলসার ‘ইস্টি কুটুম’ নাট’কে বাহার স্বামী তখন তাকে শনাক্ত করতে মোটেও ক’ষ্ট করতে হবে না এ দেশের টিভি দর্শকদের।

‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকেও দুর্দান্ত অ’ভিনয় করে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

এই ঋষি এবার কাজ করলেন বাংলাদেশের নাট’কে। তিনি নায়ক হিসেবে জুটি বেঁধেছেন বাংলাদেশের অ’ভিনেত্রী সাফা কবিরের সঙ্গে। নাট’কের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এর কাজ এখন চলছে শ্রীমঙ্গলে।

তাদের একটি বিয়ের সাজের ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ধারণা করা হচ্ছে, সেই ছবিটি তাদের নাট’কেরই কোনো এক অংশের।

এতে অ’ভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। দারুণ লাগছে। যা দেখছি সবই ভালো লাগছে। ফ্লেভা’রটা যদিও পরিচিত। মনে হচ্ছে পশ্চিমবঙ্গেই রয়েছি। আর প্রথমবারের মতো কাজ করছি এদেশের নাট’কে। সেই অ’ভিজ্ঞতাও দারুণ।

সাফা কবির

পরিচালক রাকেশ বসুর সঙ্গে নাট’কটিতে কাজের বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরেই যোগাযোগ ছিল। শুনেছি রাকেশ বেশ মানসম্মত নাট’ক নির্মাণ করেন। এতে আমা’র চরিত্রটি বেশ সুন্দর। সাফা, পুরো টিম- চ’মৎকার।’

নাট’কের গল্পে দেখা যাবে, ঋষি ভা’রতীয় একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। তাদের দুজনের মধ্যে গড়ে উঠে স’ম্পর্ক। কিন্তু পরিণতিটি খানিকটা ব্যতিক্রম। সেটা কেমন জানতে দেখতে হবে এই নাট’ক।

রবি কিরণ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত নাট’কটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ বসু।

কলকাতার নায়কের সঙ্গে শ্রীমঙ্গলে সাফা কবির

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *