





বিনোদন ডেস্ক : চ্যানেল আইয়ের ৩০০ সেকেন্ড নামের একটি অনুষ্ঠানে মজার ছলে সিমলা বলেন,






আমি বিয়ে করে সেঞ্চুরি করতে চাই। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সিমলাকে প্রশ্ন করেন, আপনি বিয়ে করেছেন কয়টা? উত্তরে সিমলা বলেন, মোটামুটি ৩০-৩৫টি।
জয় বলেন, দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে সিমলা বলেন, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করবো।
অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার যুবরাজকে নিজের বন্ধু বলে দাবি করেন সিমলা। যুবরাজ সিংয়ের সঙ্গে ছবি তুলে সেটি বিলি করার বিষয়টিও তিনি স্বীকার করে নেন।