Home / মিডিয়া নিউজ / নাটকের সংখ্যা বাড়লেও চরিত্রের ক্ষুধা মেটেনি: কেয়া পায়েল

নাটকের সংখ্যা বাড়লেও চরিত্রের ক্ষুধা মেটেনি: কেয়া পায়েল

নাট্যাঙ্গনের নতুনদের মধ্যে অভিনয়ে অভিষেক হওয়ার অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে

চলে এসেছেন অভিনেত্রী কেয়া পায়েল। গত ঈদে তাকে ২০টির বেশি নাটকে অভিনয়ে দেখা যাচ্ছে।

যারমধ্যে একাধিক নাটক প্রশংসিত হয়েছে। প্রস্তুতি নিচ্ছেন আসছে ঈদের। সম্প্রতি অভিনয়, বর্তমান ব্যস্ততাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় দৈনিক আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন কথা বলেছেন এই অভিনেত্রী।

প্রশ্ন: এক ঈদে ২০টির বেশি নাটকে অভিনয় করার কারণ কী?

কেয়া পায়েল: আমি সময়-সুযোগ পেলে কাজটা করার চেষ্টা করি। এক ঈদে গুনে পাঁচটা করব, এটা কখনো ভাবি না। আমি চাই বেশি বেশি কাজ করতে। তাহলে আমার অভিজ্ঞতা যেমন বাড়বে, তেমনি ভালো চরিত্রে কাজ করার সুযোগটাও বাড়বে। আমার ক্যারিয়ার তো সবে শুরু। এর মধ্যে এত বিচার করলে হয়তো অনেক চরিত্র করাই হবে না।

সে ক্ষেত্রে চরিত্রের ভিন্নতা কি খুব মেলে? দর্শকও হয়তো দেখল পাঁচটা নাটকে আমি ঘরের বউ হয়েছি। কিন্তু নাটকে ওই চরিত্রটার যে জার্নি, সেটা যদি ভিন্ন হয়, তাহলে তো অভিনয় করতে সমস্যা নেই।

প্রশ্ন: ঈদের পরের ব্যস্ততা কী?
কেয়া পায়েল: কাজ শুরু করেছি। ভারতে গিয়েছিলাম তিব্বত পাউডারের বিজ্ঞাপনের শুটিংয়ে। রাফাত মজুমদার রিংকুর ‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিক দিয়ে নাটকের শুটিং শুরু করলাম। গ্রামীণ ইউনিক্লোর একটা ফটোশুট করেছি। কোরবানি ঈদের নাটক নিয়ে কথা চলছে। বেশ কয়েকটি নাটকের স্ক্রিপ্ট পেয়েছি।

প্রশ্ন: শুরুর গল্পটা বলবেন?
কেয়া পায়েল: ২০১৮ সালে শখ করে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলাম। বিজ্ঞাপনটি প্রচারের পর ওই বছরই একে একে সংগীতশিল্পী তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হওয়া। ওই বছরের শেষের দিকে ‘একটাই আমার তুমি’ নামে এক ঘণ্টার নাটকে কাজ করি। তাও আবার আফরান নিশোর বিপরীতে।

তবে ২০২০ সাল থেকে অভিনয়ে নিয়মিত হই। এরপর এই সময়ের সব আলোচিত অভিনয়শিল্পীর সঙ্গেই অভিনয়ের সুযোগ হয়েছে। তিন বছরে দেড় শতাধিক নাটকে অভিনয় করা হয়েছে। প্রশংসনীয় নাটকের সংখ্যা বাড়ছে। তবে তাতে চরিত্রের ক্ষুধা মেটেনি।

প্রশ্ন: সেটা কেমন?
কেয়া পায়েল: এই ছোট্ট ক্যারিয়ারে প্রশংসিত অনেক নাটকের অংশ হয়েছি। কিন্তু আমার চরিত্রটা সবাইকে ছাড়িয়ে গেছে এমন কাজ এখনো করা হয়নি। আমার অভিনীত চরিত্রটা নিয়ে বিশেষ আলোচনা হবে বা ওই চরিত্র নিয়ে আমি সংবাদমাধ্যমে অনেক কথা বলতে পারব, তেমন চরিত্রের ক্ষুধাটা প্রতিনিয়ত টের পাই।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *