





২০০৮ সালে শোবিজে আয়শা মনিকার পথচলা শুরু হয়। প্রথম থেকেই তার ভাবনা ছিল, নিজেকে






কোনো একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখবেন না। তাই নাম লেখান সঞ্চালনা, অভিনয় ও নির্মাণে।






এর মধ্যে সঞ্চালক হিসেবে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। টিভি অনুষ্ঠান হোক কিংবা লাইভ শো,






সবখানেই উপস্থাপনার দ্যুতি ছড়িয়েছেন তিনি। যদিও গত দশ বছরে কোনো অনুষ্ঠান সঞ্চালনা করতে
দেখা যায়নি মনিকাকে। সেই এক দশকের বিরতির অবসান হচ্ছে এবার। শিগগিরই প্রচারে আসছে তার নতুন অনুষ্ঠান ‘১১ নম্বর গাড়ি’।
নতুন চ্যানেল গ্রিন টিভিতে দেখা যাবে অনুষ্ঠানটি। দীর্ঘদিন ফিরছেন, তাই ভিন্ন কিছুই থাকছে মনিকার চেষ্টায়। তিনি বললেন, ‘একদম নতুন কনসেপ্ট। আমার মনে ধরেছে। তাই ১০ বছর পর ফের সঞ্চালনায় ফিরেছি। এরমধ্যে শুটিংও শুরু হয়েছে। আশা করছি নতুন আমাকে পাবেন দর্শকরা।’
আয়শা মনিকা আরও জানান, এই শোতে তাকে স্টুডিওর ভেতরে দেখা যাবে না। তিনি থাকবেন গাড়ির ড্রাইভারের আসনে। গাড়ি চালাতে চালাতেই শোনাবেন-দেখাবেন অনেক কিছু।
অনুষ্ঠানটি নির্মাণ করছেন নাহিন শফিক। আগামী ৩১ জুলাই থেকে এটি প্রচারে আসতে পারে। এদিকে নির্মাতা হিসেবেও কাজ চালিয়ে যাচ্ছেন মনিকা। বর্তমানে তার হাতে রয়েছে ‘একাত্তরের মুক্তি মা’ নামের একটি তথ্যচিত্র। করোনার আগে এর শুটিং শুরু করেছিলেন। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এক নারীকে ঘিরে চিত্রটি বানাচ্ছেন তিনি। মনিকার লক্ষ্য, দেশের ৮টি বিভাগে প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্রটি প্রদর্শন করবেন।