





অনেকদিন ধরেই প্রেমের গুঞ্জনে আলোচনায় রয়েছেন বলিউডের আলোচিত প্রেমিক জুটি টাইগার






শ্রফ ও দিশা পাটানি। বিভিন্ন পার্টিতে এ জুটিকে একসঙ্গে ক্যামেরাবন্দি করতে তৎপর থাকেন ফটোসাংবাদিকেরা।






ক্যামেরার সামনে সবসময়ই হাসিমুখে থাকলেও সম্ভবত নিজেকে এভাবে ক্যামেরাবন্দি করার বিষয়টি আর পছন্দ হচ্ছে না তার। তাই তো চিঠি লিখে ফটোসাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন, একসঙ্গে তার ও দিশার ছবি আর তোলা যাবে না।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সম্প্রতি ডিনার ডেটে বান্দ্রার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন টাইগার ও দিশা। খবরটি জানতে পেরে রেস্তোরাঁয় বাইরে ওঁৎ পেতে থাকেন ফটোসাংবাদিকেরা। টাইগার-দিশা বাইরে বের হলে ছবি তোলা শুরু করেন তারা। কিন্তু ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হতে চাইছিলেন না শ্রফ ও দিশা। এরপর টাইগার রেগে গিয়ে সাংবাদিকদের সরে যেতে বলেন। তারপর গাড়িতে চড়ে সেই স্থান ত্যাগ করেন এ জুটি। শুধু তাই নয়, পরবর্তীতে টাইগার বলিউডের প্রথম সারির ফটোসাংবাদিকদের চিঠি লেখেন। যার সারাংশ, ’আমার ও দিশার একসঙ্গে কোনো ছবি তুলবেন না।’
টাইগারের এই চিঠি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অন্যান্য তারকাদের মতো টাইগার কখনো ক্যামেরাবন্দি হতে আপত্তি করেননি। বরং হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এমনকি দিশাও কোনো দিন ছবি তুলতে আপত্তি করেননি।