





কয়েক বছর আগেও সিনেমার কাজের জন্য দম ফেলার ফুসরত পেতেন না অপু বিশ্বাস।






সারা বছরই তার শুটিং লেগে থাকত। এখন বলতে গেলে কিছুই নেই। তবে এ নিয়ে কোনো আক্ষেপ






নেই নায়িকার। সম্প্রতি সংবাদমাধ্যমের অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, শুধু আমি নই, চলচ্চিত্র নির্মাণ






কমে গেছে বলে কারোরই তেমন ব্যস্ততা নেই। তারপরও কোনো আক্ষেপ নেই আমার। কারণ সবার হাতে কিছু না কিছু কাজ তো আছেই।
তাঁর কথায়, ‘আমার একটি ছবির কাজ এখন শেষ, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। তাছাড়া ‘প্রেম-প্রীতির বন্ধন’ ছবির কাজ একদম শেষের পথে। আরেকটি নতুন ছবির কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছি। ছবিটি হলো দীন ইসলাম পরিচালিত ‘ট্রাপ’।
অপু বিশ্বাস বলেন, আসলে ছবির কাজ কম বলে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন, স্টেজ শো, নানা পণ্য ও কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে কাজ করে যাচ্ছি। তাছাড়া বাসায় একমাত্র পুত্র জয়কে সময় দিই, জিমে যাই, ঘুরে বেড়াই, আর জীবন-সংসারের টুকটাক কাজ তো রয়েছেই।
তিনি বলেন, চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় মনে অনেক আক্ষেপ থাকার পরও বলব আগামীতে বেশকটি ছবিতে হয়তো সাইন করব, কথা চলছে। তাই চলচ্চিত্রের সুদিন ফিরে আসা নিয়ে খুবই আশাবাদী। মানে কোনো কিছুতেই নিরাশ হতে নেই। রাত শেষে দিন আসবেই।