Home / মিডিয়া নিউজ / তাদের ‘সুখের ভিতরে অসুখ’

তাদের ‘সুখের ভিতরে অসুখ’

অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টের গণ্ডি পেরুতেই মাহিন বুঝে ফেলে তার স্বপ্ন পূরণ অনেকটাই কঠিন।

যে কোম্পানির চাকরি নিয়ে সে এসেছে সেই কোম্পানির একজন কর্মকর্তা তাকে রিসিভ করার কথা

থাকলেও কেউ আসেনি। এমনকি লোকটির ফোনও বন্ধ। এ অবস্থায় অনেকটা দিশেহারা হয়ে যায় মাহিন। এরপর গল্প ভিন্ন দিকে মোড় নেয়। এমন গল্প গড়ে উঠেছে ‘সুখের ভিতরে অসুখ’ নামের নাটকটি।

সাগর জাহান ও মামুন-অর রশিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, ডা. এজাজ, আরফান আহমেদ, মুনমুন, তাহমিনা সুলতানা মৌ, রোমানা, স্বাগতা, আলভী, শবনাম ফারিয়া, নাজিরা আহমেদ মৌ, চিত্র লেখাগুহ, রুনা খান, সাজু খাদেম, নিলয় প্রমুখ।

সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার, রাত ১১টায় এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *