Home / মিডিয়া নিউজ / ফিট হচ্ছি, আবার অভিনয়ে ফিরব: শাবনূর

ফিট হচ্ছি, আবার অভিনয়ে ফিরব: শাবনূর

করোনার কারণে প্রায় আড়াই বছর ধরে দেশে আসতে পারেননি চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে ছেলে

আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়া রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

তবে এখন করোনার প্রকোপ কমে গেছে। তাই আর বিলম্ব করতে চাইছেন না। শিগগিরই দেশের মাটিতে পা রাখতে চলেছেন তিনি। এদিকে শাবনূর এখন নিয়মিত জিমে সময় দিচ্ছেন। নানা রকম কসরত করে মেদ ঝরাচ্ছেন। ফিটনেস ঠিক করে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে তার। সেজন্য চেষ্টার কমতি রাখছেন না।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর বলেছেন, যতই বিদেশে থাকি না কেন মনটা কিন্তু দেশের মাটিতেই পড়ে থাকে। এ অবস্থা শুধু আমার নয়, সব বাংলাদেশিরই। নিজ দেশের সব মানুষের মতো আমারও একটিই পরিচয়, আমি বাঙালি। বাংলাদেশকে আমি ভালোবাসি। দেশকে নিয়ে গর্ব করি। হয়তো জীবন-জীবিকার প্রয়োজনে অনেকের মতো আমাকেও বিদেশে থাকতে হচ্ছে। আমি দেশকে যেমন ভালোবাসি তেমনি আমার প্রাণের চলচ্চিত্র জগৎকেও অনেক ভালোবাসি। সবার মতো আমারও কমন কথা হলো- ‘চলচ্চিত্র জগৎ আজ আমাকে নাম, খ্যাতি, যশ সবই দিয়েছে, চলচ্চিত্রের কারণেই আজ আমি সবার কাছে ‘অভিনেত্রী শাবনূর’ হতে পেরেছি। তাই শিগগিরই দেশে ফিরে আবারও চলচ্চিত্রের কল্যাণে আত্মনিয়োগ করতে চাই।

আবার অভিনয়ে ফিরব

অভিনয়ে ফিরতে আরও কিছুদিন সময় চাই। ফেরার জন্য চেষ্টা চলছে। ফিরতে হলে আমাকে আগে ফিট হতে হবে। সে চেষ্টাই করছি। ওজন কমানো খুব কঠিন একটা কাজ। হঠাৎ করে ওজন কমানো সম্ভব নয়। ফিট হওয়ার জন্য আরও সময় প্রয়োজন। চলতি বছরই আবার নিয়মিতভাবে অভিনয় করার ইচ্ছা আছে। আবার ছবিতে অভিনয় করব। কারণ আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই দুঃখী। আমি চাই মানুষদের বিনোদন দিতে। আমি এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের ছবি বানাতে চান, আমার মতো করে গল্প বলতে চান, তাহলে অবশ্যই আমি সেসব ছবিতে অভিনয় করব।

অভিনয়কে খুব মিস করি

অভিনয়কে খুব মিস করি। অভিনয়ের জন্য একটা সময় দেশ-বিদেশের নানা জায়গায় ছুটে বেড়াতাম। তাই আমার তো এখন ঘরে বসে থাকতে ভালো লাগে না। সবার সঙ্গেই মিশছি। হুট করেই কারও বাসায় গিয়ে চমকে দিচ্ছি। তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। প্রায় অনুষ্ঠানেই উপস্থিত হওয়ার চেষ্টা করছি। আর ঘরসংসার তো আছেই। আমার বাচ্চাটা খুব দুরন্ত। বাচ্চা আর সংসার সামাল দিচ্ছি। এই তো এভাবেই সময় কেটে যাচ্ছে।

একটি ছবির কাজ অসমাপ্ত রয়েছে

মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে আমি আর ববিতা ম্যাডাম একসঙ্গে কাজ করেছি। তাও বেশ কিছুদিন হয়ে গেল। একটি বিদেশি ছবির ছায়া অবলম্বনে চমৎকার গল্পে ছবিটি নির্মাণ করেছেন মানিক। এ ছবির জন্য টাইটেল সংয়েও কণ্ঠ দিয়েছি আমি। এতে আমার আরও কিছু কাজ বাকি আছে। শিগগিরই তা শেষ করে দেব।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *