





শাপলা মিডিয়ার প্রযোজনায় সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমা মুক্তি পেতে






যাচ্ছে আগামী ১০ই জুন। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এ সিনেমায়






একজন শিক্ষার্থীর ভূমিকায় পর্দায় দেখা মিলবে চিত্রনায়ক শান্ত খানের। চমকের ব্যাপার হলো,






এতে নায়িকা হিসেবে শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। নতুন এই সিনেমা প্রসঙ্গে এক আলাপচারিতায় সংবাদমাধ্যমকে শান্ত খান জানালেন, এখন পর্যন্ত তিনি ৫/৬টা সিনেমা করেছেন। তবে এরমধ্যে ‘বিক্ষোভ’ সবচেয়ে সেরা।
তিনি বলেন, এই সিনেমার মধ্যে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। বলার জন্য বলছি না। সিনেমাটা দেখলে মানুষ বুঝবে। নিজের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করেছি সত্যি বলতে।
কোনো প্রকার ছাড় দেইনি। দিনরাত এক করে কাজ করেছি। অনেক পরিশ্রম করেছি শুটের সময়। ফাঁ’সির একটা দৃশ্য আছে, সেটা করতে যে কি কষ্ট হয়েছে বলে বোঝানো সম্ভব না। কনকনে শীতের মধ্যে টানা ১২ ঘণ্টা ভেজা অবস্থায় থাকতে হয়েছে। তাও রাতে। জ্বরও চলে আসে পরে।
এদিকে, ট্রেলার প্রকাশের মাধ্যমে ‘বিক্ষোভ’র প্রচার শুরু হয়েছে। এই ট্রেলার শ্রাবন্তীও তার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন। তবে এ নায়িকা সশরীরে থেকে প্রচারণায় অংশ নিতে পারছেন না। কারণ, মুক্তির সময়টায় অন্য একটি ছবির শুটে লন্ডনে থাকবেন তিনি। তাই শুধু অনলাইনে প্রচার চালিয়ে যাবেন তিনি। আর অনলাইন-অফলাইন দুই জায়গাতেই প্রচারে সরব থাকবেন বলে নিশ্চিত করেছেন শান্ত খান।
এদিকে, শ্রাবন্তীর মতো নায়িকার সঙ্গে কাজ করা স্বপ্নের কাছাকাছি বলেই মনে করছেন তিনি। নিজেকে ভীষণ সৌভাগ্যমান মনে করছেন ক্যারিয়ারের অল্প সময়ে এমন একজন অভিনেত্রীর বিপরীতে কাজের সুযোগ পাওয়ায়।
এ নায়ক বলেন, শ্রাবন্তী আমার কাছে ড্রিমগার্লের মতো। বড় একজন শিল্পী তো বটেই। কাজ করতে গিয়ে সেটা ভালোভাবে টের পেয়েছি। মনটাও বিশাল। আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। ওর সহযোগিতা না পেলে আমার চরিত্রটা করতে সম্ভব হতো না সত্যি বলতে।
২০১৯ সালে এ সিনেমার কাজ শুরু হয়েছিল। ২০২১ সালের ১৪ মে প্রকাশ পায় এর টিজার। এরপর সে বছর ৩ ডিসেম্বর মুক্তি প্রকাশ করা সিনেমাটির একটি। টিজার ও গানে ফুটে উঠেছে নিরাপদ সড়কের কথা। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় শান্ত-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন টালিউড অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেবসহ কলকাতার আরও কয়েকজন শিল্পী।