Home / মিডিয়া নিউজ / আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই: মারিয়া নূর

আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই: মারিয়া নূর

দীর্ঘ ১১ বছরের সংসার জীবনে এই প্রথম মা হয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক মারিয়া নূর।

শুক্রবার (২৭ মে) সুখবরটি প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে

সন্তানের একটি হাতের ছবি শেয়ার করে ভক্ত-শুভাকাঙ্খীদের সংবাদটি জানান।

মারিয়া নূর বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তার কোল আলো করে এসেছে পুত্র সন্তান।

গত ১২ মে তিনি মা হয়েছেন। তবে সঙ্গত কারণে খবরটি ১৫ দিন পর প্রকাশ্যে আনলেন। সঙ্গে জানালেন, ছেলের নাম রেখেছেন সায়হান যারিব।

মা হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে মারিয়া নূর বলেছেন, ‘মে মাসের একটি উপযুক্ত দিনে আমাদের ছোট্ট ছেলে সায়হান যারিব এসেছে। ওর জন্য আমরা ধন্য ও কৃতজ্ঞ। সবাই ওর জন্য দোয়া করবেন।’

ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করে মারিয়া নূর পোস্টের শেষে লিখেছেন, ‘হ্যাঁ, প্রথম দেখায় ভালোবাসা সত্যি’।

গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলমেন’–এ অভিনয় করে প্রশংসিত হন মারিয়া। এ ছাড়া নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট শো সঞ্চালনা করে থাকেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর সব ধরনের কাজ থেকে বিরতি নেন।

সংবাদমাধ্যমকে মারিয়া জানান, পর্দায় তাঁর বিরতি আরও দীর্ঘায়িত হওয়ার কথা, ‘আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। প্রথম ছয় মাস তো পুরোপুরি ওকেই সময় দিতে হবে। সব ঠিক থাকলে আগামী বছর ইনশা আল্লাহ ফিরব।’

এর আগে চলতি বছেরর ফেব্রুয়ারিতে বেবিবাম্পের ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান মারিয়া। ২০১১ সালের ১৫ জুন বিয়ে সাইফুল ইসলাম জুলফিকারকে বিয়ে করেন মারিয়া। বিয়ের ১১ বছর পর এই দম্পতির ঘর আলো করে এল প্রথম সন্তান।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *