আন্তর্জাতিক নারীদিবসে টুইটে একথা বললেন পরিচালক রামগোপাল ভার্মা। বলেন, “আমি চাই পৃথিবীর সব মহিলারা পুরুষদের আরও বেশি আনন্দ দিক। যেমন সানি লিওনি দেন। ” টুইটারে তিনি লেখেন,
আন্তর্জাতিক নারীদিবসে আরও একটি বার্তা দিয়েছেন রামগোপাল ভার্মা। বলেছেন, “মেনস ডে বলে কিছু নেই। এর মানে কি বছরের বাকি দিনগুলো পুরুষের, এটা দিন নারীদের?” আর একটি টুইটে তিনি লিখেছেন, “ওমেন্স ডে-কে মেনস ডে বলা উচিত। কারণ নারীরা নারীদের যেভাবে সেলিব্রেট করে, পুরুষরা তার থেকে বেশি করে। “
Check Also
আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি
নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …