





ফেরদৌস আহমেদ ও নিপুণ আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পী।






দুজন বাস্তব জীবনেও ভালো বন্ধু। তাঁরা জুটি হয়ে ‘শোভনের স্বাধীনতা’, ‘স্বর্গ থেকে নরক’,






‘৫২ থেকে ৭১’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন। এমনকি ফেরদৌসের প্রযোজনায়






নির্মিত ‘এক কাপ চা’ ছবিতেও একটি আইটেম গানে হাজির হয়েছিলেন নিপুণ।
চার বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুজন। দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ ছবির শুটিং হবে ১ জুন থেকে। আগামী ৩০ মে থেকে ছবির টানা শুটিং চলবে বলে জানান ছবির প্রযোজক আবু সাঈদ খান।
তিনি বলেন, “আমাদের নতুন ছবি ‘সুজন মাঝি’। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ৩০ মে থেকে টানা কাজ করে শুটিং শেষ হবে। এই ছবিটি একটা প্রেমের ছবি। ছবিটি পরিচালনা করছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।”
এই বিষয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি প্রায় এক মাস হলো সিনেমাটি নিয়ে কাজ করছি। সামনে শুটিং শুরু করবো। এছাড়া কোনো কিছু এই এখন বলতে চাই না। ভালো থাকবেন।’