





সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন শবনম বুবলী। এরপর তাদের






টানা আরও নয়টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো সাফল্য পেলেও বর্তমানে শাকিবের গণ্ডি থেকে






বের হয়ে একের পর এক সিনেমা করে যাচ্ছেন এই নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকজন নায়কের






সঙ্গে জুটিবদ্ধ হয়ে বুবলী পর্দায় হাজির হয়েছেন। এই তালিকায় আছেন নিরব, সিয়াম আহমেদ, রোশান, আদর আজাদের মতো তরুণ নায়কেরা।
আবারও নতুন নায়কের সঙ্গে রসায়নে মজলেন বুবলী। তার নাম সাজ্জাদ হোসেন। তিনি চ্যানেল আইয়ের রিয়্যালিটি শো ‘কে হবে মাসুদ রানা’র প্রথম রানারআপ হয়েছিলেন।
সুদর্শন এই তরুণের সঙ্গেই নতুন সিনেমায় কাজ করছেন বুবলী। সিনেমার নাম ‘প্রেম পুরাণ’। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া। সম্প্রতি বরগুনায় শুরু হয়েছে এই সিনেমার শুটিং।
সেখানে অংশ নিচ্ছেন বুবলী ও সাজ্জাদসহ অন্যরা। এতে আরও অভিনয় করছেন চম্পা, ঝুনা চৌধুরী, রোশান, রেবেকা প্রমুখ। বুবলীর সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত সাজ্জাদ।
তিনি জানান, বুবলী তারকা শিল্পী হলেও তার মধ্যে কোনো অহংকার নেই। সাজ্জাদের ভাষ্য, ‘খুব বন্ধুসুলভ আচরণ করেন তিনি। যেমন চমৎকার অভিনেত্রী, তেমনি মানুষ হিসেবেও দারুণ। শুটিং ইউনিটের সবাই বলছেন, আমাদের জুটিকে মানিয়েছে। আশা করি দর্শকেরও এমন মনে হবে।’
জানা গেছে, ২০ মে থেকে বরিশালের বরগুনায় মহরতের মাধ্যমে শুরু হয়েছে এই ছবির শুটিং। চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এরপর ঢাকায় ফিরবে টিম। পরে কিছুদিন বিরতি দিয়ে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। প্রথম লটে রোশান না থাকলেও দ্বিতীয় লটে দ্বিতীয় লটের শুটিংয়ে ‘প্রেম পুরান’ ইউনিটের সঙ্গে যুক্ত হবেন তিনি।