





দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল, আবেগ ও তাদের হাসি-ঠাট্টায় ভরপুর সিরিয়াল ‘ব্যাচেলর






পয়েন্ট’র সিজন ৪ প্রচারে আসছে। আগামী ১১ মা’র্চ থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন






অমি পরিচালিত এ সিরিয়ালটি টিভি ও ইউটিউবে প্রচার হবে৷ এদিকে, ব্যাচেলর পয়েন্ট সিজন






ফোরের আনুষ্ঠানিক ঘোষণার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন ফারিয়া। ব্যক্তিগত জীবনের প্রে’ম প্রসঙ্গে জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে ফারিয়া বলেন, ‘প্রে’ম ছাড়া তো কেউ থাকতে পারি না। এখনো প্রস্তাব পাই।
প্রে’ম আসলে সুন্দর, প্রস্তাব পাওয়াটাও মজার। কিছু কিছু মানুষকে গ্রহণ করেছি, কিছু মানুষের কাছ থেকে শিক্ষা নিয়েছি। যারা ভালো ছিল, তাদের কাছ থেকে ভালো কিছু নিয়েছি। আর যারা খা’রাপ ছিল, তাদের কাছ থেকে শিখেছি যে, এরকম মানুষ থেকে দূরে থাকতে হবে।’
যাদের সঙ্গে ফারিয়ার খা’রাপ অ’ভিজ্ঞতা হয়েছে, তাদের উদ্দেশ্যে অ’ভিনেত্রী বলেন, ‘তাদের জন্য একটাই কথা, আমাকে দেখো। কী’ হারিয়েছো তোম’রা!’ ইতোপূর্বে আংটি বদল করেছেন ফারিয়া শাহরিন। তবে এখনই বিয়ে করতে চাইছেন না। এ বিষয়ে তার ভাষ্য, ‘এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছি না। এংগেইজমেন্ট হয়েছে, বিয়ে ইনশাআল্লাহ্ হবে। যার সঙ্গে আংটিবদল হয়েছে, তাকেই বিয়ে করব। তবে আপাতত কাজেই ফোকাস করছি।’