





চলচ্চিত্র অভিনেত্রী পারভিন সুলতানা দিতির প্রথম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার (২০ মার্চ)। এ উপলক্ষে






দিতির পরিবার ও চলচ্চিত্র শিল্পী সমিতি পৃথকভাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।






এদিকে মৃত্যুবার্ষিকীর পরদিন মঙ্গলবার (২১ মার্চ) প্রয়াত দিতির ছেলে-মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি সোনারগাঁয়ে কবর জিয়ারত করেন অভিনেতা ও শিল্পী সমিতির সহ-সভাপতি ওমর সানী। দিতির দুই সন্তান লামিয়া ও দীপ্তকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও চিত্রনায়ক ওমর সানী। পরে ফেসবুকে ওমর সানী দিতির কবরের পাশের কয়েকটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে সানী লেখেন, ’দিতির কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়ি সোনারগাঁয়ে। একসঙ্গে কবর জিয়ারত করলাম, সঙ্গে ছিল দিতির দুই সন্তান লামিয়া ও দীপ্ত।’ ’শিল্পী সমিতির পক্ষ থেকে আজ মরহুমা দিতির আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ছিল। মহান আল্লাহ মরহুমা দিতিকে জান্নাতবাসী করুক।’ সূত্র:লেটেস্টবিডিনিউজ.কম