Home / মিডিয়া নিউজ / মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই

মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ববির চারটি সিনেমা আটকে আটকে গেছে করোনা কারণে। এই

সময়টার তার এই সিনেমাগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার লকডাউনে

ঘরবন্দি অভিনেত্রী। আর এই সময়টায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। রাখছেন রোজা, করছেন ধর্মকর্ম।

ববি বলেন, ‘আমি যদি বলি মানুষের জন্য কাজ করছি, তাহলে শুনতে কেমন যেন লাগে। বলতে পারেন আমি এসব নিজের জন্যই করি, নিজের আত্মতৃপ্তির জন্য। প্রতিদিন অন্তত একজনকে ইফতার করান, দেখবেন তাতে যে আনন্দ তা টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই!’

জীবনের প্রথম রোজা রাখার স্মৃতিও রোমন্থন করেন এই অভিনেত্রী, ‘আমি ছোটবেলা থেকেই রোজা রাখি। প্রথম রোজা রাখি ক্লাস ওয়ান বা টুয়ের প্রথম দিকে। তখন গরমের দিন ছিল। রোজা রেখেই সারাদিন খেলাধুলা করি৷ তাই বেশ কষ্টও লেগেছিল। বারবার পানি খেতে চাইছিলাম। তখন আব্বু আমাকে বুঝিয়ে বলছিল আরেকটু আরেকটু, এখনই আজান দিয়ে দেবে৷ প্রথম রোজা রেখে কষ্ট হলেও ইফতার করার সময়টা ছিল দারুণ আনন্দের৷’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *