Home / মিডিয়া নিউজ / হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিলেন শবনম ফারিয়া

হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিলেন শবনম ফারিয়া

সাম্প্রতিক সময়ের আলোচিত ছবি ‘দেবী’ খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়ার আকদ হয় গত বছর। এখন তিনি সংসার সাজানোর প্রস্তুতি নিচ্ছেন।

এশিয়াটিক জে ডব্লিউটি’র ম্যানেজার হারুনুর রশীদ অপুর সঙ্গে দুই বছরের সম্পর্কের পরিনতি টানেন ফারিয়া

পরিবারের সম্মতি নিয়েই। আগামী মাসের প্রথম দিন তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এরপরই শুরু করবেন টোনাটুনির সংসার।

বিয়ের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততোই ফারিয়ার মনে পড়ছে তার প্রয়াত বাবাকে। সেই কথা উল্লেখ করে নিজের ফেসবুক পেজে রোববার এক হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দেন তিনি। তার দেওয়া স্ট্যাটাসটি অনেকের মন ভিজিয়েছে।

শবনম ফারিয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘যে দিনটি দেখার জন্য তুমিই সবচেয়ে বেশি অপেক্ষা করেছ, সেই দিনটি এগিয়ে আসছে; কিন্তু অদ্ভুতভাবে তুমিই নেই। প্রতিটা ঘটনা ঘটে,

আর আমি কল্পনা করার চেষ্টা করি- তুমি থাকলে কী কী হতো! তুমি আমার হাতে মেহেদি দেখলে কী বলতে কিংবা বিয়ের শাড়ি কেনার সময় তোমার অবজারভেশন কী থাকত, তুমি মেহমানদের কী খাওয়াতে চাইতে, তুমিও কি সবুজ পাঞ্জাবি পরতে? কিংবা সব সময়ের মতো তুমি চাইতে মান্না দের কিছু গান বাজুক অথবা সবার অনুরোধে তুমিও কি দুলাইন কবিতা শোনাতে? বাবা, মা গল্প বলে- ছোটবেলা তুমি অফিসের কাজে বাসার বাইরে থাকলে আমি খুব বিরক্ত করতাম, খেতে চাইতাম না, তোমার আবৃত্তি শুনিয়ে খাওয়াতে হতো! আমার না ভীষণ তোমার কণ্ঠ শুনতে মন চায়। কী আজব দুনিয়ার নিয়ম। যে ঘটনায় যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, তাকে ছাড়াই সব আনন্দ, সব আয়োজন! কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *