





জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নতুন সিনেমার জন্য নায়িকা খুঁজছেন জানিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।






সেখানে তিনি লিখেছেন, একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক। নিম্ন যোগ্যতা থাকলে যোগাযোগ করার অনুরোধ রইলো :






বয়স : ১৬-২১ বৎসর।






উচ্চতা : ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৫ ফুট ৪ ইঞ্চি।
শিক্ষা : নুন্যতম এস.এস.সি।
ফিগার : অনেক মোটা হতে হবে।
তিনি আরও লিখেছেন, আমাদের গল্পের নায়িকা অনেক মোটা। তাই অনেক মোটা না হলে যোগাযোগ না করার অনুরোধ রইলো । নিম্নের ইমেইলে ছবিসহ বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ করলাম।
তিনি আরও উল্লেখ করেন, অনেক মোটা মেয়ে না হলে অযথা ইমেইল না করার জন্য অনুরোধ রইলো।