





ডিরেকটর শাহেদ খান কে? আমার হাজবেন্ড। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। চায়ের মগ হাতে






পাশাপাশি দাঁড়িয়ে সংগীতশিল্পী আসিফ আকবর ও মডেল সিনি স্নিগ্ধা। এক পর্যায়ে আসিফ বলেন,






‘আমি এখন যাই।’ স্নিগ্ধা বলেন, ‘তুমি চাইলে রাতটা থেকে যেতে পারো। বাসায় কেউ নেই।’






একদৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফ বলেন, ‘থ্যাঙ্কস।’ স্নিগ্ধা বলেন, ‘কেন?’ জবাবে আসিফ বলেন, ‘এত বছর তোমাকে ভুলে যাবার জন্য একটা কারণ খুঁজছিলাম। আজ পেয়ে গেলাম।’ পাল্টা প্রশ্ন ছুড়ে স্নিগ্ধা বলেন, ‘কি পেলে?’ জবাবে আসিফ বলেন, ‘তোমার ভালোবাসায় সততা আগেও ছিল না এখনো নাই।’
দৃশ্যটি আসিফের নতুন গান ‘ফু’ এর মিউজিক ভিডিওর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
‘শুধু দুঃখকে কষ্ট দেব, কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেব, ফুঁ’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন মারজুক রাসেল। সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। ইতোমধ্যে গানটি প্রায় দুই লাখবার দেখা হয়েছে।