





আমি কোন বাঙালি ছেলে বিয়ে করবো না। না না না। কেন? কোন বাঙ্গালী ছেলে তোমার বাড়া






ভাতে ছাঁই দিয়েছে শুনি? বাঙ্গালী ছেলে লাউ ছেড়ে আলু খায়, ভাত দিলে গলে যায়।






আমার একটা ক্লাসে আছে সেটা ভুলে যেয়ো না।’ এটা ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় আলোচিত






নায়িকা নুসরাত ফারিয়ার ডায়লগ। কমেডি ধাচের সিনেমায় তার নায়ক কলকাতার সুপারস্টার জিৎ। সিনেমায় জিতের বিপরীতে পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে অভিনেত্রী নুসরত ফারিয়াকে।
নুসরাত ফারিয়া চাকরিজীবী মেয়ে। সে বাঙালি ছেলেকে বিয়ে করবেন না। এখন প্রশ্ন হলো, তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন? আর কেনই বা তার এত ইংরেজপ্রীতি? পাঠকদের ধাঁধা কাটানোর জন্য বলছি, আসলে নুসরাত ফারিয়াকে এমন সিদ্ধান্ত নিতে দেখা গেছে সিনেমার ট্রেইলারে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ইউটিউবে এই সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। দুই মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেইলারে নুসরাত ফারিয়াকে সিআইডি অফিসারের চরিত্রে দেখা যায়।
অন্যদিকে ওপার বাংলার নায়ক জিতকে বাঙালি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়। ট্রেইলারে রোমান্সের পাশাপাশি কিছু অ্যাকশন দৃশ্যও দেখা গেছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে। ওপার বাংলার নির্মাতা অশোক পাতি পরিচালিত এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। গত ১৮ ডিসেম্বর এ সিনেমার টাইটেল গান ইউটিউবে প্রকাশ করা হয়।
এর আগে এই জুটি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা দুটি ব্যপক আলোচনায় এসেছিল।