





ধারাবাহিক নাটক ‘দি পাবলিক’-এ কাজ করছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। জুয়েল মাহমুদ






পরিচালিত এ নাটকের ইতিমধ্যে ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে। নাটকে দেখানো হবে স্বামী নিয়ে






বাবার বাড়িতেই থাকেন বাঁধন। স্বামী তার চেয়ে ১২ বছরের ছোট। নাটকে বাঁধনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন জোভান।






নাটকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, নাটকটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি এটা আগে কখনও করা হয়নি। অসম বয়সী দু’জন মানুষের সংসার দেখানো হয়েছে এতে। দর্শকরা নাটকটি দেখে অনেক আনন্দ পাবেন।
বাঁধন-জোভান ছাড়াও ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, আলভী, নাদিয়া মিম। না টকটি শিগগিরই কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।