Home / মিডিয়া নিউজ / থালা হাতে ভিক্ষা করছেন অভিনেত্রী তিশা!

থালা হাতে ভিক্ষা করছেন অভিনেত্রী তিশা!

অভিনেত্রী তাসনুভা তিশাকে সাধারণত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের সন্তান কিংবা রোমান্টিক

প্রেমিকার চরিত্রেই বেশি দেখা গেছে। এবার সেই বলয় থেকে থেকে বেরিয়ে এসে তিশা অভিনয় করছেন ভিক্ষুকের চরিত্রে।

‘জলতরঙ্গ’ শিরোনামের একটি নাটকের জন্য ময়লা ছেঁড়া শাড়ি পরে, চোখে মুখে অভাব আর

ভাগ্যের অনিশ্চয়তার ছাপ নিয়ে ভাঙা থাল নিয়ে পথের পাশে বসে ভিক্ষা করতে দেখা গেছে তিশাকে।

এই নাটকে তিশা অভিনয় করেছেন শিউলী নামে। যার তিনটি চরিত্র। এর জন্য মেকআপেও নিতে হয়েছে আলাদা প্রস্তুতি। প্রথমে তাকে দেখা যাবে স্কুলের শিক্ষার্থী, এরপর ভিক্ষুক এবং সবশেষে পতিতার চরিত্রে।

তিশা বললেন, ‘নাটকের গল্পে দেখা যাবে আমার জীবনে তিনটি ধাপ। দারুণ অভিজ্ঞতা হলো এই নাটকে কাজ করে।’

‘জলতরঙ্গ’ নাটকটি রচনা করেছেন মেহেদী হাসান সজীব আর পরিচালনা করছেন রিয়াজুল রিজু। বর্তমানে টাঙ্গাইলে এর শুটিং চলছে। এই নাটকটি নির্মিত হচ্ছে পিআর প্রোডাকশনের ব্যানারে। অন্যান্যের মধ্যে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, বৈদ্ধ নাথ, রওশন আরা নিপা, মিহি আহসান, রোজ আফরোজ, মেহেদী আকাশসহ অনেকে।

নির্মাতা রিজু বলেন, ‘কয়েক বছর পর নাটক নির্মাণ করছি। গল্পটি ভালো লাগায় হাঠৎ করেই নির্মাণ করছি। আগামী ঈদুল আযহায় চ্যানেল নাইনে নাটকটি প্রচারিত হবে।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *