





জাহিদ হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম






সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন নিয়মিত। নাটক ছাড়াও তিনি চলচ্চিত্রের অভিনয়েও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।






বাংলাদেশের মানুষ এক নামে চেনেন জাহিদ হাসানকে। বলতে গেলে যে ব্যক্তিটি অন্ধ তাকেও যদি বলা অভিনেতা জাহিদ হাসানকে চেনেন? সেই অন্ধ ব্যক্তিটিও বলবেন, দেখি নাই তবে নামে শুনেছি। তাকে বাংলা নাটকের রাজপুত্রও বলা হয়ে থাকে।
অভিনয়ের এই রাজপুত্র আসছে কোরবানী ঈদের নাটকে অভিনয় করছেন। আপেল মাহমুদের রচনা ও শেখ সেলিমের পরিচালনয় নাটকটির নাম ‘রমজান ভাই পাবলিক ফিগার’। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
তবে ঘটনা সেখানে নয় ঘটনা হচ্ছে। প্রায় সময়ই নাটকে অভিনয়ের জন্য মানুষ ছাড়াও বিভন্ন ধরনের প্রাণী নেওয়া হয়ে থাকে। এই যেমন বিড়াল, পাখি, মাছ, কুকুরসহ আরও অনেক প্রাণীই। তেমনই এই নাটকে আছে একটি কুকুর। সে কিন্তু নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে। তার নাম ‘বাদশা’। আর এই কুকুরটি হচ্ছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি’র।
ফেসবুকে জাহিদ হাসানের কোলে কুকুরটিসহ একটি ছবি পোস্ট করেন নাটকটির পরিচালক। কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই কুকুরটি কার? এই প্রশ্নের উত্তর জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করার পরে তিনি এ তথ্যটি জানান।
নাটকটিতে আরও অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা, কাদেরি, আনন্দ খালেদ, অরণ্য, মোশারফ হোসেনসহ আরও অনেকে। এটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।