Home / মিডিয়া নিউজ / রাষ্ট্রপতি সম্পর্কে আমার দাদা : সাইমন

রাষ্ট্রপতি সম্পর্কে আমার দাদা : সাইমন

চিত্রনায়ক সাইমন সাদিকের পরিচিতি তিনি চলচ্চিত্র জগতের মানুষ। নবনির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র

শিল্পী সমিতির অন্যতম নেতাও তিনি। কিন্তু এবার তার নতুন ‘পরিচয়ের’ কথা সামনে এলো!

দেশের প্রধান কর্তা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার দাদা-নাতি সম্পর্ক।

বিষয়টি সোমবার প্রকাশ্য করেন এ নায়ক নিজে। বঙ্গভবনের একটি ছবি পোস্ট করে তিনি জানান দেন তা। যে ছবিতে আছেন রাষ্ট্রপতি, সাইমন ও তার বাবা।

ক্যাপশনে লেখেন, ‘আমি, আব্বু আর মহামান্য দাদা!’ বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্পর্কে আমার দাদা। আমার দাদা ও তিনি পারিবারিক বন্ধু। যেহেতু আমরা একই এলাকার মানুষ তাই নিয়মিতই যোগযোগ হয়। ছোটবেলা থেকেই তাকে আমি দাদা সম্বোধন করি।’

তিনি জানান, গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন। এরপর তারা যান বঙ্গভবনে, রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করতে। এরপর রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় নিয়ে সবাই চলে এলেও সাইমন এসেছেন পরে। সাইমন ও তার বাবা সাদেকুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে রাতের খাবার সেরে ফেরেন। সাইমন জানান, তার বাবা কিশোরগঞ্জে ব্যবসা করেন। পাশাপাশি সেখানে রাজনীতির সঙ্গেও জড়িত আছেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *