Home / মিডিয়া নিউজ / চলচ্চিত্র প্রযোজনা করবেন প্রভা!

চলচ্চিত্র প্রযোজনা করবেন প্রভা!

ব্যতিক্রমী ধাঁচের গল্প খুঁজছেন সাদিয়া জাহান প্রভা। এই গল্প দিয়ে তিনি চলচ্চিত্র প্রযোজনা করবেন!

একদিন প্রভার কাছে নতুন একটি গল্প নিয়ে আসেন কাহিনিকার গাজী রাকায়েত। তিনি প্রভাকে

সিনেমাটিক একটি গল্প শোনান। যে গল্পের নায়ক নবাগত এফ এস নাঈম;

যে কিনা সিনেমার নায়ক হওয়ার জন্য স্বপ্নে বিভোর থাকেন!

গল্পটা শুনেই ভালো লেগে যায় প্রভার। এরপর নায়ক নাঈমকে দেখেই প্রভার তেলে-বেগুনে জ্বলে ওঠেন! কারণ অতীতে নাঈম-প্রভার মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুজনে শত্রুতে পরিণত হন। পরে এই ছবিটি নির্মাণ করতে গিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে একক নাটক `মেঘ ও ক্যামেলিয়ার গল্প`।

আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি নিয়ে এফ এস নাঈম বলেন, `আমি মেঘ এবং প্রভা ক্যামেলিয়া চরিত্রে অভিনয় করেছে। সিনেমা নির্মাণের ভেতরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আশা করছি দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন।`

নাঈম-প্রভা ছাড়াও `মেঘ ও ক্যামেলিয়ার গল্প` নাটকে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আনন্দ খালেদ প্রমুখ। আগামী ঈদে এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান ফরিদ উদ্দিন মোহাম্মদ।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *