Home / মিডিয়া নিউজ / এবার আনোয়ারার ওপর রেগে গেলেন মেয়ে মুক্তি!

এবার আনোয়ারার ওপর রেগে গেলেন মেয়ে মুক্তি!

দীর্ঘ ৫৬ বছরের অভিনয় জীবনে আনোয়ারা অভিনয় করেছেন প্রায় ৬৫০’র বেশি চলচ্চিত্রে। শুরুতে

নৃত্যশিল্পী হিসেবে অভিষেক হলেও পরবর্তীতে নায়িকা এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করে আটবার জাতীয়

চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। সুচিত্রা সেন ও সুচন্দা’কে ভেবে লেখা শুভদা চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এছাড়া দেবদাস ছবির চন্দ্রমুখী ও নবাব সিরাজউদ্দৌলা’র আলেয়া ছিলেন তিনি। ১৯৭৬ সালে নায়ক ফারুকের চাচী চরিত্রে জনপ্রিয় ছবি নয়নমণি-তে অভিনয় করেন। এরপর প্রায় ৪০ বছর দেশের সব তারকারই মা-দাদী-নানীর চরিত্রে অভিনয় করে সফল হয়েছেন তিনি। আর এখানেই আপত্তি তার মেয়ে মুক্তির।

’শ্রাবণ মেঘের দিন’, ’হাছন রাজা’ ও ’চাঁদের আলো’ খ্যাত নায়িকা মুক্তির ভাষায়, ’মা’কে ছোটবেলা থেকেই দেখেছি চরিত্রের প্রয়োজনে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে। যেমন শাবানা আন্টি এবং মা দীর্ঘদিন ধরেই বান্ধবী ছিলেন। অথচ একটা সময় শাবানা আন্টিরও মায়ের চরিত্রে অভিনয় করেন মা। এ নিয়ে খুব রাগ করতাম। অবশ্য মা বলতেন-একজন অভিনেত্রীর কাজ অভিনয় করা।’

মুক্তি চান তার মা অভিনীত ’শুভদা’, ’দেবদাস’, ’নবাব সিরাজউদ্দৌলা’ ছবিগুলোর রিমেকে অভিনয় করতে। সম্প্রতি ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন রাঙা সকাল-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন মা-মেয়ে আনোয়ারা ও মুক্তি। বন্ধুর মত সম্পর্ক মা-মেয়ে’র।

দুই ঘণ্টার আড্ডায় জীবনের অনেক জানা-অজানা কথাই দর্শকদের সামনে নিয়ে এসেছেন তারা। রাঙা সকাল-এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের ৩য় দিন, সকাল ৭টা থেকে ৯টা, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *