Home / মিডিয়া নিউজ / সজলের সঙ্গে একি করছেন পূর্ণিমা !!তবে কি এবার সজলের সাথে…!

সজলের সঙ্গে একি করছেন পূর্ণিমা !!তবে কি এবার সজলের সাথে…!

ঢাকার রাস্তা-ঘাট এখন কাদায় একাকার। এছাড়া লেগে থাকে দীর্ঘ যানজট। বাইরে বেরোলেই যেন

ভোগান্তি। বৃষ্টিও এখন বলে-কয়ে আসে না। এসবের মাঝেও পুরান ঢাকার রাস্তায় অভিনয় শিল্পী সজলের

সঙ্গে রিকশা করে ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। কিন্তু কেনো? কী কাজ তাদের? ছাতা মাথায় দিয়ে রিকশায় করে কোথায় যাচ্ছেন এই দুজন? সজল জানালেন, শুক্রবার থেকে তিনি ও পূর্ণিমা একটি নাটকের শুটিং শুরু করেছেন। ’অন্ধজনে অন্ধক্ষণে’ নামের এই নাটকের শুটিং হচ্ছে পুরান ঢাকার ফরাশগঞ্জে। আজও শুটিং চলছে।

’অন্ধজনে অন্ধক্ষণে’ নাটকের গল্প এক অন্ধ প্রেমিক জুটিকে নিয়ে। এ সমাজব্যবস্থা তাদের অন্ধ বানিয়েছে। মানুষের জীবনের কিছু কঠিন সময়ের সিদ্ধান্ত মানুষকে অনেকটা বিপথে ঠেলে দেয়। তেমনি এক ভুল সিদ্ধান্তের স্বীকার হন তারা দুজন। যার মাশুল হিসেবে নাটকের নায়িকা পরীকে হারাতে হয় তার দুই চোখ। অনেক আকুলতার ভিড়ে যখন নায়ক নাজমুল প্রেমিকা পরীকে আবারও ফিরে পেতে চান, তখন বাধা হয়ে দাঁড়ায় পরীর দৃষ্টিহীনতা। একটি ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় নাজমুলের জীবনের সবচেয়ে বড় কাল। এমনই এক গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। এই নাটকে নাজমুল চরিত্রে দেখা যাবে অভিনেতা আবদুন নূর সজলকে, আর পরী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *